Operation Sindoor: অপারেশন সিঁদুরের দিনেই জন্ম, আপ্লুত দম্পতি নবজাতিকার যা নাম রাখলেন, ভাবতে পারবেন না...
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
জানা গিয়েছে যে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যার নাম 'সিন্দুরি' রেখেছেন অপারেশন সিঁদুরের অনুপ্রেরণায়।
২২ এপ্রিল, ২০২৫। তীব্র ক্ষোভ জন্ম নিয়েছিল দেশের প্রতিটি পরিবারে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানায় পর্যটক হত্যা শুধু নিহতদেরই পরিবার নয়, দেশের প্রত্যেক মানুষের চোখে জল নিয়ে এসেছিল। দুর্খের অশ্রুধারা অবশেষে পরিণত হয়েছে আনন্দাশ্রুতে। জঙ্গি হানার প্রত্যাঘাতে দেশের সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সম্মিলিত অভিযান অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে লয়টারিং মিউনিশন সিস্টেম ব্যবহার করে। নিঃসন্দেহেই তা ভারতের গর্বের বিষয়। তবে, বিহারের এক দম্পতি যা করলেন, তা অভাবনীয়।
জানা গিয়েছে যে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যার নাম ‘সিন্দুরি’ রেখেছেন অপারেশন সিঁদুরের অনুপ্রেরণায়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযান বুধবার মধ্যরাতের কিছু পরেই পরিচালিত হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়।
advertisement
advertisement
সন্তোষ মণ্ডল এবং রাখি কুমারির কন্যার জন্ম একই দিনে হয়, যা তাঁদের পরিবারের জন্য এই মুহূর্তটিকে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আত্মীয় কুন্দন কুমার এবং সরল দেবী বলেছেন যে কন্যার জন্ম এবং অপারেশন সিঁদুরের একই দিনে পরিচালনা কাকতালীয় ঘটনা হলেও তা তাঁরা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করেন, “পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং একই দিনে আমাদের কন্যার জন্ম, উভয়ই আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 1:25 PM IST








