Ajit Doval: অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তান থেকে এল ফোন...অজিত ডোভালের সঙ্গে কথা ISI প্রধানের! বললেন পাকমন্ত্রী

Last Updated:

দার নিজেই জানিয়েছেন, যে এনএসএ স্তরে কথা হয়েছে দু’দেশের৷ তাঁর আশা, এই কথোপকথনে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে টেনশন কিছুটা হলেও কমতে পারে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে দু’দেশের কারও মধ্যে কথা হয়নি বলেই সূত্রের খবর৷ এমন ঘটনা সাম্প্রতিক কালে প্রথম৷

News18
News18
নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পরে অজিত ডোভালের কাছে এসেছিল ফোন৷ আর সেই ফোন এসেছিল পাকিস্তান থেকে৷ এমন ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার৷ ঠিক কী ঘটেছিল , কে-ই বা ফোন করেছিল অজিত ডোভালকে, কী কথা হয়েছিল দু’জনের মধ্যে?
গত মঙ্গলবার রাত ১টার পর থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত৷ অপারেশনের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’৷
গত মঙ্গলবারই বেলার দিকে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে অপারেশন সিঁদুরের কার্য কারণ ব্যাখ্যা করা হয় ভারতের তরফে৷ জানানো হয়, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিশোধ হিসাবেই এই প্রত্যাঘাত বলে দাবি করা হয় দিল্লির তরফে৷
advertisement
advertisement
ঘটনার পরেই গত বুধবার টিআরটি ওয়ার্ল্ড নামে একটি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইসহাক দার দাবি করেন, অপারেশন সিঁদুরের পরেই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা আইএসআই প্রধান অসীম মালিক৷ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই ডোভালের সঙ্গে কথা বলেছেন জেনারেল মুহম্মদ অসীম মালিক৷
advertisement
advertisement
দার নিজেই জানিয়েছেন, যে এনএসএ স্তরে কথা হয়েছে দু’দেশের৷ তাঁর আশা, এই কথোপকথনে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে টেনশন কিছুটা হলেও কমতে পারে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে দু’দেশের কারও মধ্যে কথা হয়নি বলেই সূত্রের খবর৷ এমন ঘটনা সাম্প্রতিক কালে প্রথম৷
advertisement
তবে দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি৷ যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত বুধবারই হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের এই হামলার যোগ্য জবাব দেবে পাকিস্তান৷ পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে এ নিয়ে সম্পূর্ণ ছাড় দিয়ে দিয়েছেন তিনি৷ তিনি বলেছেন, ভারত তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারা এর জবাব অবশ্যই দেবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Doval: অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তান থেকে এল ফোন...অজিত ডোভালের সঙ্গে কথা ISI প্রধানের! বললেন পাকমন্ত্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement