Operation Sindoor blue print: অপারেশন সিঁদুর কে কন্ট্রোল করল জানেন? মোদির বড় ভরসা, ‘এঁর’ হাত ধরেই পাকিস্তানে চলল হামলা

Last Updated:

লাহৌর থেকে মাত্র ৪০৯ কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়ল ভারতের মিসাইল৷ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা, তারই প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হল বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারত৷

News18
News18
নয়াদিল্লি: মধ্যরাতে যখন সবাই ঘুমোচ্ছে, তখন অতর্কিতে পাকিস্তানের মাটিতে হামলা চালাল ভারত৷ প্রতিশোধ নিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার৷ ভারতের মাটি আর আকাশসীমা থেকেই ৯ জায়গায় চলল মিসাইল হামলা৷ উড়িয়ে দিল লস্কর, জইশ, হিজবুলের একের পর এক ঘাঁটি৷ এই হামলায় ৭০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে৷ কিন্তু, এই গোটা প্রত্যাঘাতের পিছনে মূল পরিকল্পনা কার ছিল? কে দিয়েছিলেন এই হামলার নাম ‘অপারেশন সিঁদুর’?
লাহৌর থেকে মাত্র ৪০৯ কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়ল ভারতের মিসাইল৷ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা, তারই প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হল বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারত৷ ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঠিক ২ সপ্তাহ পরে হল প্রত্যাঘাত৷ অভিপ্রেতই ছিল, নিঃসন্দেহে৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর কাছ থেকে ইনপুট আসছিল, চিহ্নিত করা হচ্ছিল পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক গজিয়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলি৷ তারপর সবশেষে তৈরি হল ব্লু-প্রিন্ট৷ নিহত ভারতীয় সেনা ও পহেলগাঁওয়ে স্বামীহারাদের প্রতিশোধ হিসাবেই মঙ্গলের গভীর রাতে লঞ্চ করা হল ‘অপারেশন সিঁদুর’৷
advertisement
advertisement
সূত্রের খবর, এই হামলার গোটা পরিকল্পনাটাই সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিশ্বস্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ পাকিস্তানে হামলা চালানোর গোটা সময়টা জেগেছিলেন মোদি৷ আর তাঁকে পুঙ্খানুপুঙ্খ খবরাখবর দিয়ে যাচ্ছিলেন তিনি৷ সূত্রের খবর, অজিত ডোভালকে ‘অপারেশন সিঁদুর’ চালানোর সবুজ সঙ্কেত দিয়েছিলেন স্বয়ং মোদি৷
advertisement
জানা গিয়েছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, তা বুঝতে National Technical Research Organisation (NTRO) -এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ এছাড়া, RAW এর তথ্য তো ছিলই৷ এরপর প্রতিটি ঘাঁটিতেই আলাদা করে নজর রেখেছিল ভারত৷ তারপরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়৷
আরও পড়ুন :‘কিন্তু পাকিস্তান পাল্টা কিছু করলেই…,’ অপারেশন সিঁদুরের পরেও হুঁশিয়ারি! পহেলগাঁওয়ের প্রতিশোধ বলে জানালেন কুরেশি
সূত্রের খবর, কী ভাবে অপারেশন সিঁদুর এক্সিজিকিউট করা হবে তা ঠিক করে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সব কিছু ঠিক হওয়ার পরে গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এই অপারেশনের কথা হাতে গোনা লোকই জানত, একটা কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছিল এর জন্য৷
advertisement
জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। ‘সিঁদুর’ শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor blue print: অপারেশন সিঁদুর কে কন্ট্রোল করল জানেন? মোদির বড় ভরসা, ‘এঁর’ হাত ধরেই পাকিস্তানে চলল হামলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement