Operation Sindoor: ‘বন্ধু’ পাকিস্তানে ঢুকে হামলা ভারতের! অবশেষে এল চিনের প্রতিক্রিয়া, কী বলল বেজিং?

Last Updated:

তবে সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে তৎপর হয়েছে৷

News18
News18
নয়াদিল্লি: পাকিস্তানে ভারতীয় সেনার অভিযান নিয়ে অবশেষে মুখ খুলল চিন৷ মঙ্গলবার রাত ১টা বেজে ৫ মিনিট থেকে পরবর্তী ২৫ মিনিটে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টা জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত৷ হামলা চালানো হয়েছে জইশ, লস্কর এবং হিজবুল ঘাঁটি লক্ষ্য করে৷ ভারতের হামলায় কমপক্ষে ১২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারত৷ সূত্রের দাবি, ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের কমপক্ষে ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে৷ তবে, পাকিস্তানের মাটিতে ভারতের এই হামলায় কী প্রতিক্রিয়া জানাল পাকিস্তানের ‘বন্ধু’ চিন?
বুধবার চিন জানিয়েছে, পাকিস্তানে ভারতের সেনা প্রত্যাঘ্যাত ‘দুঃখজনক’৷ বেজিংয়ের দাবি, চিন যে কোনও রকমের সন্ত্রাসবাদী কাজকর্মের বিরোধী৷
advertisement
চিনা মুখপাত্র বলেন, ‘‘ভোররাতে পাকিস্তানে ভারতের সেনা হামলার ঘটনা চিনের কাছে দুঃখজনক৷ যা হচ্ছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন৷ ভারত এবং পাকিস্তান একে অপরের প্রতিবেশী৷ তারা চিনেরও প্রতিবেশী৷ চিন যে কোনও রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধী৷ আমরা উভয়পক্ষের কাছে বৃহত্তর স্বার্থে শান্তি ও স্থায়িত্বের আবেদন জানাচ্ছি৷ আর যাতে পরিস্থিতি জটিল না হয়, তা নিশ্চিত করতে শান্তি বজায় রাখা উচিত দু’পক্ষেরই৷’’
advertisement
তবে সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে তৎপর হয়েছে৷
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত ২৭ এপ্রিল চিনের শীর্ষস্থানীয় কূটনীতিক ওয়াং ই-কে ফোন করে পহেলগাঁও পরবর্তী বিষয় নিয়ে কথা বলেছিলেন বলে জানা গিয়েছিল। পাকিস্তানে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সাথেও দেখা করেছেন এর মধ্যে।
advertisement
এদিন সাংবাদিক বৈঠকে ভারত জানিয়েছে, কোনও মিলিটারি বিল্ডিংকে টার্গেট করা হয়নি৷ সাধারণ মানুষেরও মৃত্যু হয়নি ভারতের অপারেশন সিঁদুরে৷ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল ভারত৷ পাশাপাশি, হুঁশিয়ারি, ‘পাকিস্তানের কোনও কাজ যদি পরিস্থিতি আরও খারাপ করে তোলে, তার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত’৷ অপারেশন সিঁদুর নিয়ে বুধবার সকালেই নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি৷ তাঁর সঙ্গে ছিলেন উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: ‘বন্ধু’ পাকিস্তানে ঢুকে হামলা ভারতের! অবশেষে এল চিনের প্রতিক্রিয়া, কী বলল বেজিং?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement