Odisha minister murder: ২৮ বছরের চাকরিতে ১৮টি পদক! হাবিলদার থেকে অফিসার হওয়া গোপালের হাতেই খুন মন্ত্রী

Last Updated:

মন্ত্রী খুনে অভিযুক্ত গোপাল দাসের স্ত্রী জয়ন্তী স্বীকার করেছেন, তাঁর স্বামীর মানসিক সমস্যা ছিল৷ এর জন্য ওষুধও খেতেন তিনি৷

অভিযুক্ত গোপাল দাস।
অভিযুক্ত গোপাল দাস।
ঝারসুগুদা: ২৮ বছরের দীর্ঘ কর্মজীবন। তার মধ্যেই ভাল কাজের জন্য ১৮টি পদক জিতেছিলেন ওড়িশায় মন্ত্রীকে গুলি করে হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসার গোপাল দাস৷ প্রথমে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগ দিলেও পদন্নোতি হয়ে এএসআই হন গোপাল৷ বিভিন্ন মামলায় ভাল ভাবে তদন্ত করার জন্য ১৮টি পদক জিতেছিলেন তিনি৷ এ হেন গোপালই যে মন্ত্রীকে গুলি করে বসবেন, তা ভেবেই বিস্মিত ওড়িশা পুলিশের কর্তারা৷
শুধু পদক জয় নয়, কর্মজীবনে একাধিকবার ভাল কাজের স্বীকৃতি পেয়েছেন গোপাল৷ ২০০৯ সালে এএসআই পদে উন্নীত করা হয় তাঁকে৷ গোটা কর্মজীবনে ১২ বার ভাল কাজের জন্য 'গুড সার্ভিস মার্কস' পেয়েছিলেন গোপাল৷ ৮ বার নগদ পুরস্কারও পান তিনি৷ গত দু' বছর ধপে গান্ধি চক আউট পোস্টে এএসআই হিসেবে কাজ করছিলেন গোপাল৷ কর্মজীবনে একবারই ছোটখাটো শাস্তি পেয়েছিলেন গোপাল৷
advertisement
advertisement
মন্ত্রী খুনে অভিযুক্ত গোপাল দাসের স্ত্রী জয়ন্তী স্বীকার করেছেন, তাঁর স্বামীর মানসিক সমস্যা ছিল৷ এর জন্য ওষুধও খেতেন তিনি৷ যদিও গোপালের মানসিক সমস্যার কথা তাঁর সার্ভিস বুকে উল্লেখ করা নেই৷
গোপালের স্ত্রীর কথায়, 'গত ১২-১৩ বছর ধরে উনি ঝারসুগুদাতেই চাকরি করছেন৷ কারও সঙ্গে ওঁর কোনও বিবাদ ছিল না৷ গত রবিবার মেয়েকে ভিডিও কল করে আমার খোঁজ নিয়েছিলেন৷ ওঁর চিকিৎসার সব প্রেস্ক্রিপসনও আমাদের কাছে আছে৷ আমরা ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে সবরকম সহযোগিতা করব৷'
advertisement
গত রবিবার ঝারসুগুদায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করেন গোপাল দাস নামে ওই এএসআই৷ পর ভুবনেশ্বরের হাসপাতালে মৃত্যু হয় ওই মন্ত্রীর৷ নবকিশোর দাস ঝারসুগুদার অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ছিলেন৷
advertisement
কয়েক বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেডি-তে যোগ দেন তিনি৷ গত বছর মন্ত্রিসভা ঢেলে সাজান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ ২০২২ সালের জুন মাসে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় নবকিশোর দাসকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha minister murder: ২৮ বছরের চাকরিতে ১৮টি পদক! হাবিলদার থেকে অফিসার হওয়া গোপালের হাতেই খুন মন্ত্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement