ঝাড়সুগুদা: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে গুলি করে খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ মন্ত্রীকে গুলি করেছিলেন পুলিশের যে এএসআই, সেই গোপাল দাস মানসিক সমস্যায় ভুগছিলেন৷ একজন মনরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাও চলছিল তাঁর৷
মানসিক রোগী হওয়া সত্ত্বেও গোপাল দাস নামে ওই এএসআই-কে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল৷ এমন কি, ব্রজনগরের পুলিস আউটপোস্টের দায়িত্বেও ছিলেন তিনি৷ সেখানেই নব দাসকে গুলি করেন গোপাল৷ মানসিক রোগী হওয়া সত্ত্বেও কেন ওই এএসআই-এর হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে৷
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
ওড়িশার বহরমপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালের মনরোগ বিভাগের প্রধান চন্দ্রশেখর ত্রিপাঠী জানিয়েছেন, বাইপোলার ডিসঅর্ডার সমস্যায় ভুগছিলেন গোপাল৷ ওই চিকিৎসক জানান, আট থেকে দশ বছর আগে গোপাল দাস তাঁর কাছে এসেছিলেন৷ খুব অল্পেই গোপাল দাস রেগে যেতেন বলে জানিয়েছেন ওই চিকিৎসক৷ সেই কারণেই তিনি চিকিৎসা করাতে এসেছিলেন৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাই পোলার ডিসঅর্ডার-এর সমস্যায় যাঁরা ভোগেন, খুব সহজেই তাঁদের মেজাজ বদলে যায়৷ মেজাজ হারানো থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন তাঁরা৷ কিন্তু কাউন্সিলিং এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব৷
ওড়িশার গঞ্জম জেলার জলেশ্বরখান্ডি গ্রামের বাসিন্দা ছিলেন গোপাল দাস৷ ওড়িশার বহরমপুরে ১২ বছর আগে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি৷ এর পর ঝাড়সুগুদায় বদলি করা হয় তাঁকে৷
আরও পড়ুন: শেষরক্ষা হল না, পুলিশকর্মীর গুলিতে মৃত্যু ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর
ঝাড়সুগুদার এসডিপিও জানিয়েছেন, ব্রজনগর এলাকার গান্ধি চকে পুলিশ আউটপোস্টের দায়িত্ব দেওয়ার পর গোপাল দাসকে একটি আগ্নেয়াস্ত্র দেওয়া হয়৷ গোপালের স্ত্রীও স্বীকার করেছেন, মানসিক সমস্যার জন্য ওষুধ খেতেন তাঁর স্বামী৷ যদিও তিনি জানিয়েছেন, যেহেতু গোপাল বাড়ি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে থাকতেন, তাই তিনি নিয়মিত ওষুধ খেতেন কি না, তা তাঁরা জানতেন না৷
পুলিশ সূত্র জানা গিয়েছে, রবিবার মন্ত্রী নব দাসের সফর উপলক্ষে ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় গোপালকে৷ নব দাসকে যেখানে তিনি গুলি করেন, তার প্রায় ৫০ মিটার আগে নিজের মোটরসাইকেলটি রেখে আসেন গোপাল৷ মন্ত্রীকে লক্ষ্য করে দু'টি গুলি চালান গোপাল। যদিও একটি গুলিই নব দাসের শরীরে লাগে।
মন্ত্রীকে গুলি করার পরই শূন্যে গুলি চালাতে চালাতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন গোপাল৷ যদিও অন্যান্য পুলিশকর্মীরা ধরে ফেলেন তাঁকে৷ যদিও কেন ওই এএসআই মন্ত্রী নব দাসকে গুলি করলেন, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্তভার নিয়েছে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gopal Das, Naba kisore das, Odisha