Odisha minister murder: যখন তখন মেজাজ হারাতেন, মানসিক রোগী ছিলেন মন্ত্রীকে গুলি করা গোপাল!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গোপালের স্ত্রীও স্বীকার করেছেন, মানসিক সমস্যার জন্য ওষুধ খেতেন তাঁর স্বামী৷
ঝাড়সুগুদা: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসকে গুলি করে খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ মন্ত্রীকে গুলি করেছিলেন পুলিশের যে এএসআই, সেই গোপাল দাস মানসিক সমস্যায় ভুগছিলেন৷ একজন মনরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাও চলছিল তাঁর৷
মানসিক রোগী হওয়া সত্ত্বেও গোপাল দাস নামে ওই এএসআই-কে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল৷ এমন কি, ব্রজনগরের পুলিস আউটপোস্টের দায়িত্বেও ছিলেন তিনি৷ সেখানেই নব দাসকে গুলি করেন গোপাল৷ মানসিক রোগী হওয়া সত্ত্বেও কেন ওই এএসআই-এর হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে৷
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
advertisement
advertisement
ওড়িশার বহরমপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালের মনরোগ বিভাগের প্রধান চন্দ্রশেখর ত্রিপাঠী জানিয়েছেন, বাইপোলার ডিসঅর্ডার সমস্যায় ভুগছিলেন গোপাল৷ ওই চিকিৎসক জানান, আট থেকে দশ বছর আগে গোপাল দাস তাঁর কাছে এসেছিলেন৷ খুব অল্পেই গোপাল দাস রেগে যেতেন বলে জানিয়েছেন ওই চিকিৎসক৷ সেই কারণেই তিনি চিকিৎসা করাতে এসেছিলেন৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাই পোলার ডিসঅর্ডার-এর সমস্যায় যাঁরা ভোগেন, খুব সহজেই তাঁদের মেজাজ বদলে যায়৷ মেজাজ হারানো থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন তাঁরা৷ কিন্তু কাউন্সিলিং এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব৷
advertisement
ওড়িশার গঞ্জম জেলার জলেশ্বরখান্ডি গ্রামের বাসিন্দা ছিলেন গোপাল দাস৷ ওড়িশার বহরমপুরে ১২ বছর আগে কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি৷ এর পর ঝাড়সুগুদায় বদলি করা হয় তাঁকে৷
ঝাড়সুগুদার এসডিপিও জানিয়েছেন, ব্রজনগর এলাকার গান্ধি চকে পুলিশ আউটপোস্টের দায়িত্ব দেওয়ার পর গোপাল দাসকে একটি আগ্নেয়াস্ত্র দেওয়া হয়৷ গোপালের স্ত্রীও স্বীকার করেছেন, মানসিক সমস্যার জন্য ওষুধ খেতেন তাঁর স্বামী৷ যদিও তিনি জানিয়েছেন, যেহেতু গোপাল বাড়ি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে থাকতেন, তাই তিনি নিয়মিত ওষুধ খেতেন কি না, তা তাঁরা জানতেন না৷
advertisement
পুলিশ সূত্র জানা গিয়েছে, রবিবার মন্ত্রী নব দাসের সফর উপলক্ষে ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় গোপালকে৷ নব দাসকে যেখানে তিনি গুলি করেন, তার প্রায় ৫০ মিটার আগে নিজের মোটরসাইকেলটি রেখে আসেন গোপাল৷ মন্ত্রীকে লক্ষ্য করে দু'টি গুলি চালান গোপাল। যদিও একটি গুলিই নব দাসের শরীরে লাগে।
মন্ত্রীকে গুলি করার পরই শূন্যে গুলি চালাতে চালাতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন গোপাল৷ যদিও অন্যান্য পুলিশকর্মীরা ধরে ফেলেন তাঁকে৷ যদিও কেন ওই এএসআই মন্ত্রী নব দাসকে গুলি করলেন, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্তভার নিয়েছে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 30, 2023 9:36 AM IST