হোম /খবর /দেশ /
শেষরক্ষা হল না, পুলিশকর্মীর গুলিতে মৃত্যু ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর

Odisha Health Minister: শেষরক্ষা হল না, পুলিশকর্মীর গুলিতে মৃত্যু ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর

প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশ

প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশ

Odisha Health Minister: ওড়িশার ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের নিকটবর্তী গান্ধি চকে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রবিবার আচমকাই মন্ত্রী নব কিশোর দাশকে গুলি করে। মন্ত্রী নব কিশোর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন সেই সময়।

আরও পড়ুন...
  • Share this:

ঝারসুদোগা: ওড়িশার ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের নিকটবর্তী গান্ধি চকে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রবিবার আচমকাই মন্ত্রী নব কিশোর দাশকে গুলি করে। মন্ত্রী নব কিশোর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন সেই সময়।

গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন মন্ত্রী নব কিশোর দাশ।

আরও পড়ুন: মিড ডে মিল নিয়ে আজই রাজ্যে কেন্দ্রীয় দল! কাল থেকে জেলায় জেলায় পরিদর্শন শুরু

রবিবার সন্ধেবেলা হাসপাতালের তরফে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। এদিন দুপুরে ব্রজরাজনগরে মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চলে। মন্ত্রীর বুকে গুলি লেগেছে বলে জানা যায়। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাসের নাম। মন্ত্রীকে তড়িঘড়ি বিমানে উড়িয়ে আনা হয় ভুবনেশ্বরে। বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকঘণ্টা জীবনযুদ্ধের পর সন্ধেবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: পর পর দু'রাউন্ড গুলি, বুকে হাত দিয়ে গাড়িতে লুটিয়ে পড়লেন মন্ত্রী, প্রকাশ্যে ভিডিও

এদিকে, অভিযুক্তের স্ত্রীর দাবি, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই পুলিশকর্মী। এএসআইয়ের স্ত্রী জয়ন্তী দাস বলেন, “আমি জানতাম না ঠিক কী ঘটেছে। বাড়িতে ছিলাম। সকালে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে স্বামী।” এর পরেই তিনি জানান, গত সাত-আট বছর হল মানসিক অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল গোপালের। তবে ওষুধ খেলে সুস্থ থাকতেন। পাঁচ মাস আগে শেষবার বাড়ি এসেছিলেন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Odisha Health Minister