ওড়িশা: পুলিশের হাতেই গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। ঝাড়সুগুড়া জেলার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এএসআই-এর গুলি। গুরুতর আহত স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওড়িশার ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভয় জানিয়েছেন, সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঝাড়সুগুড়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখনই তাঁকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালান অ্য়সিস্টান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদার গোপাল দাস। ঘটনার পরে সঙ্গে সঙ্গেই আহত মন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গুলির ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেডি কর্মী সমর্থকেরা।
আরও পডুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গোটা ঘটনাটাই পূর্ব পরিকল্পিত এবং ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করেছেন অভিযুক্ত পুলিশকর্মী।
আরও পড়ুন - Indus Water Treaty: সিন্ধু নদের জল চুক্তি নিয়ে পাকিস্তান ঘোঁট পাকাচ্ছে, পরিবর্তন করতে চায় ভারত
গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন প্রবীণ এই বিজেডি নেতা নবকিশোর দাস। সম্প্রতি, মহারাষ্ট্রের একটি মন্দিরে ১ কোটিরও বেশি টাকা খরচ করে ১.৭ কেজির একটি সোনার কলস এবং ৫ কেজি রূপো দান করেছিলেন এই মন্ত্রী।
চব্বিশের নির্বাচনের আগে সে রাজ্যের মন্ত্রীর উপরে এভাবে গুলি চালনার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, নির্বাচনের আগে ওড়িশায় হিংসার ইতিহাস বহু পুরনো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Odisha