#নয়াদিল্লি: সিন্ধু নদের জল চুক্তি পরিবর্তন করতে চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে ভারত। সিন্ধু নদের জল চুক্তি নিয়ে পাকিস্তান যাতে ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয় তার জন্য চাপ দিয়ে ইসলামাবাদকে আলোচনার টেবিলে বসাতে চায় নয়াদিল্লি। শনিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সদর্থক আলোচনার পক্ষে সওয়াল করেন। একইসঙ্গে তিনি বলেন, এটি একটি টেকনিক্যাল বিষয়। ফলে এ বিষয়ে একমাত্র কথা বলতে পারেন একমাত্র সিন্ধু নদের কমিশনার।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "পাকিস্তানে কী হচ্ছে, সে সম্পর্কে আমি সঠিক কিছু বলতে পারি না। এটা টেকনিক্যাল বিষয়। সিন্ধু নদ জল চুক্তি নিয়ে কথা বলতে পারেন একমাত্র সিন্ধু নদ কমিশনার। তারপর আমরা শুধু এর ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারি। "নিজের লেখা ভারত মার্গ বই প্রকাশ অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, "ভারতের প্রভাব এখন ভারত মহাসাগরের বাইরে প্রশান্ত মহাসাগরে পৌঁছে গিয়েছে। সেই কারণেই আমি ইতিহাসের কথা বলি। বড় দেশ সবসময় নিজেদের কথা ভাবে। এদিকে তাদের ঘাটতি রয়েছে।"
আরও পড়ুন - IND vs NZ: লজ্জার হারের বদলার জন্য ফুটছে! প্লেয়িং ইলেভেন বড় চমক নাকি পিচই ভিলেন, রইল আপডেট
৬ দশক আগে সিন্ধু নদের জল চুক্তি হয়। রাটল জল বিদ্যুৎ প্রকল্প এবং কিষেনগঙ্গার বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছে ভারত । ২০১৫ সালে দুই দেশের এই চুক্তি নিয়ে ভারতের আপত্তির মীমাংসা করতে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দেয় ইসলামাবাদ। যদিও পরের বছর অর্থাৎ ২০১৬ সালেই সেই চুক্তি পরিবর্তন করে পাকিস্তানের তরফে কোর্ট আরবিট্রেশনে মীমাংসা করার কথা বলা হয় ।
আরও পড়ুন - পুরো যেন যুদ্ধ, ৮২ জনকে নিয়ে তৈরি টিম নিয়ে দামাল হাতি ধরার অভিযান, নাম নাকি ধোনি, রইল ভিডিও
ভারতের তরফে অবশ্য প্রথম অর্থাৎ নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের পক্ষে সায় দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুটি প্রস্তাব একে অপরের বিপরীত। ফলে নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দুটি বিপরীত ধর্মী প্রস্তাব দিয়ে চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ইসলামাবাদ। আর সেই কারণেই এই চুক্তির পরিবর্তন চায় নয়াদিল্লি। পাকিস্তানকে কটাক্ষ করে বিদেশমন্ত্রী বলেছেন, পাণ্ডবরা যেমন তাঁদের আত্মীয় নির্বাচন করতে পারেনি, সেভাবে ভারত তার প্রতিবেশী নির্বাচন করতে পারেনি।
RAJIB CHAKRABORTY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।