পুরো যেন যুদ্ধ, ৮২ জনকে নিয়ে তৈরি টিম নিয়ে দামাল হাতি ধরার অভিযান, নাম নাকি ধোনি, রইল ভিডিও

Last Updated:

গত বছর ৮ জুলাই ধোনি একজন মর্নিং ওয়াকারকে হত্যা করেছিল৷ মৃতের নাম ছিল শিবরামন৷ এবার পিটি ৭ কে ধোনি নাম দিয়ে কুনকি হাতিদের সঙ্গে রাখা হবে৷ সেখানেই তার ট্রেনিং হবে৷

elephant named dhoni
elephant named dhoni
#তিরুবনন্তপুরম:  কেরলের পলক্কড় জেলার মণ্ডুর ও ধোনি দুটি গ্রামের মানুষের জীবন গত ৬ মাস ধরে ওষ্ঠাগত হয়েছে৷ এই অবস্থায় রবিবার বন বিভাগের দল পশু চিকিৎসক ও সার্জেন অরুণ জকারিয়ার নেতৃত্বে পিটি-৭ (পলক্কড় টাস্কার) নামে খ্যাত হাতিকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করা হয়৷ উদ্ধারকারী দল কয়েক ঘণ্টার লাগাতার চেষ্টা করার পর হাতিকে খাঁচায় ভরা সম্ভব হয়৷ এই অপারেশনের সাফল্যের পর কেরলের বনমন্ত্রী এ কে সসীদ্রন এই জঙ্গলি হাতির নাম ধোনি দিয়েছেন৷ হাতির নাম সেই গ্রামের নামেই রাখা হয় যেখানে সে অত্যাচার করত৷  গত ছ মাস ধরে সেই গ্রামে ছড়িয়ে থাকে৷
মিষ্টি খাইয়ে আনন্দ করা হয়৷
এই হাতিকে ধরে ফেলার পর ধোনি ও মুণ্ডুর গ্রামে মিষ্টি খাইয়ে সেলিব্রেট করা হয়৷ বলা হচ্ছে গত কয়েক মাসে এই হাতি একজন মর্নিং ওয়াকারকে মেরে ফেলেছিল৷ হাতিকে ধরে ফেলার পর সার্জেন অরুণ জকারিয়া সংবাদমাধ্যমকে বলে , ‘হাতিকে ধরার জন্য ৮২ বন আধিকারিক দিয়ে একটা বিশেষ টিম তৈরি করা হয়েছিল৷ দিনরাত সেই কর্মীরা হাতিটির ওপর নজর রাখছিল৷ কিন্তু দুষ্ট প্রতিবার চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেত৷ কিন্তু এই দিন অবশেষে হাতিকে অজ্ঞান করার সাফল্য পাওয়া যায়৷
advertisement
advertisement
রইল হাতিকে নিয়ে যাওয়ার মারাত্মক ভিডিও
advertisement
প্রশিক্ষণপ্রাপ্ত হাতিদের সাহায্য নেওয়া হয়
ধোনি পলক্কড় থেকে ১২ কিলোমিটার দূরে কুয়াশা ঘেরা পাহাড় ও ঝরনার মধ্যে সংরক্ষিত বনে রয়েছে৷ ট্র্যাকিং ও ডার্টিং দল শনিবার ভোর থেকে হাতি ধরার চেষ্টা শুরু করে৷  কিন্তু হাতিও কম নয় সে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু এলাকায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ে৷ কিন্তু মাহুতের নেতৃত্বে তিনটি প্রশিক্ষিত হাতি ভরত, বিক্রম এবং সুরেন্দ্রন পিটি ৭ কে ঘিরে ধরে৷ এরপর হাতিকে বেহুঁশ করে তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়৷ তার পা দড়ি দিয়ে বেঁধে তাকে ট্রাকে চড়িয়ে দেওয়া হয়৷
advertisement
গত বছর ৮ জুলাই ধোনি একজন মর্নিং ওয়াকারকে হত্যা করেছিল৷ মৃতের নাম ছিল শিবরামন৷ এবার পিটি ৭ কে ধোনি নাম দিয়ে কুনকি হাতিদের সঙ্গে রাখা হবে৷ সেখানেই তার ট্রেনিং হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুরো যেন যুদ্ধ, ৮২ জনকে নিয়ে তৈরি টিম নিয়ে দামাল হাতি ধরার অভিযান, নাম নাকি ধোনি, রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement