পুরো যেন যুদ্ধ, ৮২ জনকে নিয়ে তৈরি টিম নিয়ে দামাল হাতি ধরার অভিযান, নাম নাকি ধোনি, রইল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
গত বছর ৮ জুলাই ধোনি একজন মর্নিং ওয়াকারকে হত্যা করেছিল৷ মৃতের নাম ছিল শিবরামন৷ এবার পিটি ৭ কে ধোনি নাম দিয়ে কুনকি হাতিদের সঙ্গে রাখা হবে৷ সেখানেই তার ট্রেনিং হবে৷
#তিরুবনন্তপুরম: কেরলের পলক্কড় জেলার মণ্ডুর ও ধোনি দুটি গ্রামের মানুষের জীবন গত ৬ মাস ধরে ওষ্ঠাগত হয়েছে৷ এই অবস্থায় রবিবার বন বিভাগের দল পশু চিকিৎসক ও সার্জেন অরুণ জকারিয়ার নেতৃত্বে পিটি-৭ (পলক্কড় টাস্কার) নামে খ্যাত হাতিকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করা হয়৷ উদ্ধারকারী দল কয়েক ঘণ্টার লাগাতার চেষ্টা করার পর হাতিকে খাঁচায় ভরা সম্ভব হয়৷ এই অপারেশনের সাফল্যের পর কেরলের বনমন্ত্রী এ কে সসীদ্রন এই জঙ্গলি হাতির নাম ধোনি দিয়েছেন৷ হাতির নাম সেই গ্রামের নামেই রাখা হয় যেখানে সে অত্যাচার করত৷ গত ছ মাস ধরে সেই গ্রামে ছড়িয়ে থাকে৷
মিষ্টি খাইয়ে আনন্দ করা হয়৷
এই হাতিকে ধরে ফেলার পর ধোনি ও মুণ্ডুর গ্রামে মিষ্টি খাইয়ে সেলিব্রেট করা হয়৷ বলা হচ্ছে গত কয়েক মাসে এই হাতি একজন মর্নিং ওয়াকারকে মেরে ফেলেছিল৷ হাতিকে ধরে ফেলার পর সার্জেন অরুণ জকারিয়া সংবাদমাধ্যমকে বলে , ‘হাতিকে ধরার জন্য ৮২ বন আধিকারিক দিয়ে একটা বিশেষ টিম তৈরি করা হয়েছিল৷ দিনরাত সেই কর্মীরা হাতিটির ওপর নজর রাখছিল৷ কিন্তু দুষ্ট প্রতিবার চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেত৷ কিন্তু এই দিন অবশেষে হাতিকে অজ্ঞান করার সাফল্য পাওয়া যায়৷
advertisement
advertisement
আরও পড়ুন - KL Rahul Relationships: আথিয়ার আগে অনেক নারীসঙ্গই করেছেন কেএল রাহুল, রইল লাভার বয়ের হিস্ট্রি
রইল হাতিকে নিয়ে যাওয়ার মারাত্মক ভিডিও
advertisement
প্রশিক্ষণপ্রাপ্ত হাতিদের সাহায্য নেওয়া হয়
ধোনি পলক্কড় থেকে ১২ কিলোমিটার দূরে কুয়াশা ঘেরা পাহাড় ও ঝরনার মধ্যে সংরক্ষিত বনে রয়েছে৷ ট্র্যাকিং ও ডার্টিং দল শনিবার ভোর থেকে হাতি ধরার চেষ্টা শুরু করে৷ কিন্তু হাতিও কম নয় সে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু এলাকায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ে৷ কিন্তু মাহুতের নেতৃত্বে তিনটি প্রশিক্ষিত হাতি ভরত, বিক্রম এবং সুরেন্দ্রন পিটি ৭ কে ঘিরে ধরে৷ এরপর হাতিকে বেহুঁশ করে তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়৷ তার পা দড়ি দিয়ে বেঁধে তাকে ট্রাকে চড়িয়ে দেওয়া হয়৷
advertisement
গত বছর ৮ জুলাই ধোনি একজন মর্নিং ওয়াকারকে হত্যা করেছিল৷ মৃতের নাম ছিল শিবরামন৷ এবার পিটি ৭ কে ধোনি নাম দিয়ে কুনকি হাতিদের সঙ্গে রাখা হবে৷ সেখানেই তার ট্রেনিং হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 11:11 AM IST