আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং

Last Updated:

দিগ্বিজয় সিং বলেছেন, কোথা থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক আনা হল, সে প্রশ্নের আজও কোনও জবাব পাওয়া যায়নি। টুইটারে নিজের বক্তব্যের ভিডিও আপলোড করেছেন তিনি।

#নয়াদিল্লি :  আবারও সংবাদ শিরোনামে সার্জিক্যাল স্ট্রাইক। উরি হামলার পর মোদি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একইসঙ্গে তাঁর দাবি, সংসদে এখনও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার।
প্রায় শেষের পথে কংগ্রেস তথা রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। শেষ লগ্নে যাত্রায় যোগ দিতে জম্মু ও কাশ্মীর গিয়েছেন দিগ্বিজয় সিং। পুলওয়ামা হামলার পর জঙ্গিদের সঙ্গে ধরা হয়েছিল সেখানকার পুলিশ আধিকারিক দেবেন্দ্র সিংকে। বর্তমানে তিনি কোথায় এবং কেন তাঁকে ছেড়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
advertisement
পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ৩ কুইন্টাল আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলওয়ামায়। দিগ্বিজয় সিং বলেছেন, কোথা থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক আনা হল, সে প্রশ্নের আজও কোনও জবাব পাওয়া যায়নি।
advertisement
ট্যুইটারে নিজের বক্তব্যের ভিডিও আপলোড করেছেন তিনি। পুলিশ আধিকারিক দেবেন্দ্র সিং প্রসঙ্গে তিনি বলেন, "কেন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হল না? পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কী সম্পর্ক? কেন একে ওপরের প্রসংশা করছেন? এইসব প্রশ্নের জবাব দিতে হবে।"
advertisement
সিআরপিএফ জওয়ানদের কেন বিমানে নিয়ে যাওয়া হয়নি, সে প্রশ্নও তুলেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, যখন সিআরপিএফ ওই রাস্তাকে স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করেছিল, তখন জওয়ানদের কেন বিমানে না নিয়ে গিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হল? প্রবীণ এই কংগ্রেস নেতার প্রশ্ন, " পুলওয়ামা সন্ত্রাস প্রবণ এলাকা হওয়া সত্বেও কেন জওয়ানদের যাত্রাপথের উল্টোদিক থেকে আসা স্কোরপিও গাড়ির চেকিং হল না?" সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন, " সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই। শুধুমাত্র মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে এই সরকার।"
advertisement
যদিও কংগ্রেস দিগ্বিজয় সিং এর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ট্যুইটারে লিখেছেন, "প্রবীণ নেতা দিগ্বিজয় সিং এর মন্তব্য তাঁর ব্যক্তিগত। কোনওভাবেই এই মন্তব্য দলের অবস্থান প্রকাশ করে না। ২০১৪ সালের আগে ইউপিএ জমানায় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। দেশের স্বার্থে করা সবরকম সামরিক অভিযানে সরকারের সঙ্গে আছে কংগ্রেস।"
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement