আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং
- Published by:Debalina Datta
- Written by:Rajib Chakraborty
Last Updated:
দিগ্বিজয় সিং বলেছেন, কোথা থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক আনা হল, সে প্রশ্নের আজও কোনও জবাব পাওয়া যায়নি। টুইটারে নিজের বক্তব্যের ভিডিও আপলোড করেছেন তিনি।
#নয়াদিল্লি : আবারও সংবাদ শিরোনামে সার্জিক্যাল স্ট্রাইক। উরি হামলার পর মোদি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একইসঙ্গে তাঁর দাবি, সংসদে এখনও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার।
প্রায় শেষের পথে কংগ্রেস তথা রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। শেষ লগ্নে যাত্রায় যোগ দিতে জম্মু ও কাশ্মীর গিয়েছেন দিগ্বিজয় সিং। পুলওয়ামা হামলার পর জঙ্গিদের সঙ্গে ধরা হয়েছিল সেখানকার পুলিশ আধিকারিক দেবেন্দ্র সিংকে। বর্তমানে তিনি কোথায় এবং কেন তাঁকে ছেড়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
advertisement
পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ৩ কুইন্টাল আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলওয়ামায়। দিগ্বিজয় সিং বলেছেন, কোথা থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক আনা হল, সে প্রশ্নের আজও কোনও জবাব পাওয়া যায়নি।
पुलवामा हादसे में आतंकवादी के पास ३०० किलो RDX कहॉं से आई? देवेंद्र सिंह डीएसपी आतंकवादियों के साथ पकड़ा गया लेकिन फिर क्यों छोड़ दिया गया? पाकिस्तान व भारत के प्रधानमंत्री के मैत्री संबंधों पर भी हम जानना चाहते हैं। pic.twitter.com/1wVbJEDPIC
— digvijaya singh (@digvijaya_28) January 23, 2023
advertisement
ট্যুইটারে নিজের বক্তব্যের ভিডিও আপলোড করেছেন তিনি। পুলিশ আধিকারিক দেবেন্দ্র সিং প্রসঙ্গে তিনি বলেন, "কেন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হল না? পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কী সম্পর্ক? কেন একে ওপরের প্রসংশা করছেন? এইসব প্রশ্নের জবাব দিতে হবে।"
আরও পড়ুন - Netaji Birth Anniversary: লুচি-আলুরদম খেয়েছিলেন, আজও নেতাজীর স্মৃতি বুকে নিয়ে জেগে আছে পাঁচথুপি গ্রাম
advertisement
সিআরপিএফ জওয়ানদের কেন বিমানে নিয়ে যাওয়া হয়নি, সে প্রশ্নও তুলেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, যখন সিআরপিএফ ওই রাস্তাকে স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করেছিল, তখন জওয়ানদের কেন বিমানে না নিয়ে গিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হল? প্রবীণ এই কংগ্রেস নেতার প্রশ্ন, " পুলওয়ামা সন্ত্রাস প্রবণ এলাকা হওয়া সত্বেও কেন জওয়ানদের যাত্রাপথের উল্টোদিক থেকে আসা স্কোরপিও গাড়ির চেকিং হল না?" সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন, " সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই। শুধুমাত্র মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে এই সরকার।"
advertisement
যদিও কংগ্রেস দিগ্বিজয় সিং এর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ট্যুইটারে লিখেছেন, "প্রবীণ নেতা দিগ্বিজয় সিং এর মন্তব্য তাঁর ব্যক্তিগত। কোনওভাবেই এই মন্তব্য দলের অবস্থান প্রকাশ করে না। ২০১৪ সালের আগে ইউপিএ জমানায় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। দেশের স্বার্থে করা সবরকম সামরিক অভিযানে সরকারের সঙ্গে আছে কংগ্রেস।"
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 7:43 AM IST