KL Rahul Relationships: আথিয়ার আগে অনেক নারীসঙ্গই করেছেন কেএল রাহুল, রইল লাভার বয়ের হিস্ট্রি

Last Updated:
আথিয়া শেট্টি আজ স্ত্রী, কিন্তু এর আগেও লাভ লাইফ রঙিন ছিল কেএল রাহুলের...
1/10
কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে। তবে সুনীল শেট্টির মেয়ের সঙ্গে সম্পর্কের আগে আরও একজনের সঙ্গে ডেট করতেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কে এল রাহুল। একটা সময় পাঞ্জাবি ইনডাস্ট্রির প্রথম সারির নায়িকা সোনম বাজওয়ার সঙ্গে কে এ রাহুলের সম্পর্কের গুঞ্জন ছিল।
কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির বিয়ে। তবে সুনীল শেট্টির মেয়ের সঙ্গে সম্পর্কের আগে আরও একজনের সঙ্গে ডেট করতেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কে এল রাহুল। একটা সময় পাঞ্জাবি ইনডাস্ট্রির প্রথম সারির নায়িকা সোনম বাজওয়ার সঙ্গে কে এ রাহুলের সম্পর্কের গুঞ্জন ছিল।
advertisement
2/10
'মুন্না মাইকেল' সিনেমার অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছিল কে এল রাহুলের। তাঁদের ডিনার ডেটে একসঙ্গে দেখা গিয়েছিল।
'মুন্না মাইকেল' সিনেমার অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছিল কে এল রাহুলের। তাঁদের ডিনার ডেটে একসঙ্গে দেখা গিয়েছিল।
advertisement
3/10
অভিনেত্রী আকাঙ্কা রঞ্জন কাপুরের সঙ্গেও কে এল রাহুলের সম্পর্ক ছিল বলে শোনা যায়। বাত্তি গুল মিটার চালু এবং শাদি কা পুলাও-এর মতো বহু সুপারহিট ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী আকাঙ্কা রঞ্জন কাপুরের সঙ্গেও কে এল রাহুলের সম্পর্ক ছিল বলে শোনা যায়। বাত্তি গুল মিটার চালু এবং শাদি কা পুলাও-এর মতো বহু সুপারহিট ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
advertisement
4/10
জানা যাচ্ছে, ২০২৩-এর শুরুর দিকেই সাত পাকে বাঁধা পড়তে পারেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
জানা যাচ্ছে, ২০২৩-এর শুরুর দিকেই সাত পাকে বাঁধা পড়তে পারেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
advertisement
5/10
সুনীল শেট্টিও কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে কে এল রাহুলের বিয়ে পরের বছরের শুরুতেই।
সুনীল শেট্টিও কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে কে এল রাহুলের বিয়ে পরের বছরের শুরুতেই।
advertisement
6/10
#মুম্বই: ক্রিকেট বিশ্বের সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক পুরনো। এখন পর্যন্ত এমন অনেক ক্রিকেটার এবং অভিনেত্রীর ডেটিং এবং বিয়ের খবর অনেক শিরোনাম ছিনিয়ে নিয়েছে। এই তালিকায় যোগ হয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল এবং বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির নামও। 
#মুম্বই: ক্রিকেট বিশ্বের সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক পুরনো। এখন পর্যন্ত এমন অনেক ক্রিকেটার এবং অভিনেত্রীর ডেটিং এবং বিয়ের খবর অনেক শিরোনাম ছিনিয়ে নিয়েছে। এই তালিকায় যোগ হয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল এবং বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির নামও। 
advertisement
7/10
আজ অর্থাৎ ২৩ জানুয়ারি কেএল-আথিয়া একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পরবেন৷  জীবনের নতুন ইনিংস শুরু করছেন তিনি। বিয়ের আগের মুহূর্তে ফ্যানদের জন্য এই দুজনের প্রেমের গল্প (কেএল রাহুল এবং আথিয়া শেঠি প্রেমের গল্প) আরও একবার ফিরে দেখা৷  কীভাবে দুজনের দেখা হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে পৌঁছে গেল হু হু করে।
আজ অর্থাৎ ২৩ জানুয়ারি কেএল-আথিয়া একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পরবেন৷  জীবনের নতুন ইনিংস শুরু করছেন তিনি। বিয়ের আগের মুহূর্তে ফ্যানদের জন্য এই দুজনের প্রেমের গল্প (কেএল রাহুল এবং আথিয়া শেঠি প্রেমের গল্প) আরও একবার ফিরে দেখা৷  কীভাবে দুজনের দেখা হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে পৌঁছে গেল হু হু করে।
advertisement
8/10
আসলে, একটি রিপোর্ট অনুসারে, কেএল রাহুল এবং আথিয়া শেঠির প্রেমের গল্প শুরু ২০১৯ সালে। সেই সময় আথিয়া ও রাহুলের পরিচয় হয় তাদের এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে৷  প্রথম দেখাতেই একে অপরের সঙ্গ পছন্দ হয়ে গিয়েছিল তাঁদের৷ তারপর শুরু হয় দেখা হওয়া এবং ডেটিং৷  দুজনের মধ্যে ভালো এবং গভীর বন্ধুত্ব হয়ে যেতে সময় নেয়নি৷   ধীরে ধীরে এই বন্ধুত্ব কখন প্রেমে রূপান্তরিত হয়, তা দুজনেই আন্দাজও করতে পারেননি৷
আসলে, একটি রিপোর্ট অনুসারে, কেএল রাহুল এবং আথিয়া শেঠির প্রেমের গল্প শুরু ২০১৯ সালে। সেই সময় আথিয়া ও রাহুলের পরিচয় হয় তাদের এক কমন ফ্রেন্ডের সূত্র ধরে৷  প্রথম দেখাতেই একে অপরের সঙ্গ পছন্দ হয়ে গিয়েছিল তাঁদের৷ তারপর শুরু হয় দেখা হওয়া এবং ডেটিং৷  দুজনের মধ্যে ভালো এবং গভীর বন্ধুত্ব হয়ে যেতে সময় নেয়নি৷   ধীরে ধীরে এই বন্ধুত্ব কখন প্রেমে রূপান্তরিত হয়, তা দুজনেই আন্দাজও করতে পারেননি৷
advertisement
9/10
একজন ক্রিকেটার ও অভিনেত্রীর প্রেমের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে কতক্ষণ লাগে। তাদের সম্পর্কের গুঞ্জন তীব্র হয় যখন রাহুল এবং আথিয়া একে অপরকে তাদের জন্মদিনে অফিসিয়াল সোশ্যাল ইনস্টাগ্রামের মাধ্যমে শুভেচ্ছা জানান। ২০২১ সালে, রাহুল যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন আথিয়াও তাঁর সঙ্গে সেখানে পৌঁছেছিলেন।
একজন ক্রিকেটার ও অভিনেত্রীর প্রেমের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে কতক্ষণ লাগে। তাদের সম্পর্কের গুঞ্জন তীব্র হয় যখন রাহুল এবং আথিয়া একে অপরকে তাদের জন্মদিনে অফিসিয়াল সোশ্যাল ইনস্টাগ্রামের মাধ্যমে শুভেচ্ছা জানান। ২০২১ সালে, রাহুল যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন আথিয়াও তাঁর সঙ্গে সেখানে পৌঁছেছিলেন।
advertisement
10/10
২০২১ সালে, কেএল রাহুল তার সম্পর্ক প্রকাশ করেছিলেন কেএল রাহুল ২০২১ সালে আথিয়া শেঠির জন্মদিনে একটি রোমান্টিক পোস্ট শেয়ার করেছিলেন, যার পর থেকে এই জুটি লাইমলাইটেই থাকছে। রাহুল আথিয়ার ভাই আহান শেঠির ছবি তড়প-র স্ক্রিনিংয়ের সময় সেটে পৌঁছেছিলেন, যেখানে রাহুল এবং আথিয়াও একসঙ্গে এক ফ্রেমে ধরা দেন৷ 
২০২১ সালে, কেএল রাহুল তার সম্পর্ক প্রকাশ করেছিলেন কেএল রাহুল ২০২১ সালে আথিয়া শেঠির জন্মদিনে একটি রোমান্টিক পোস্ট শেয়ার করেছিলেন, যার পর থেকে এই জুটি লাইমলাইটেই থাকছে। রাহুল আথিয়ার ভাই আহান শেঠির ছবি তড়প-র স্ক্রিনিংয়ের সময় সেটে পৌঁছেছিলেন, যেখানে রাহুল এবং আথিয়াও একসঙ্গে এক ফ্রেমে ধরা দেন৷ 
advertisement
advertisement
advertisement