IND vs NZ: লজ্জার হারের বদলার জন্য ফুটছে! প্লেয়িং ইলেভেন বড় চমক নাকি পিচই ভিলেন, রইল আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন- শুভমান গিল, ইশান কিষাণ, রাহুল ত্রিপাঠী, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি৷
#নয়াদিল্লি: রাঁচিতে লজ্জাজনক হারের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি খেলবে৷ খেলা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে (লখনউ) খেলা হবে৷ একদিনের সিরিজে ভারত দারুণভাবে জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ০-১ পিছিয়ে রয়েছে৷ নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায় তাহলে টি টোয়েন্টি সিরিজ জিতে নেবে৷ লখনউয়ের পিচের চরিত্র এবং হার্দিক পান্ডিয়ার দলের এই মাস্ট উইন ম্যাচে প্লেয়িং ইলেভেনের কম্বিনেশন নিয়ে কিছু তথ্য আপনারা জেনে রাখতেই পারেন৷
কেমন হবে পিচ?
লখনউয়ের পিচ ব্যাটসম্যানদের জন্যে দারুণ৷ এখানে প্রথম ইনিংসের স্কোর গড়ে ১৬০-র আশেপাশে হয়৷ তবে দ্বিতীয় ইনিংসের স্কোর সাধারণত ১৩৫-র আশেপাশে হয়৷ এই মাঠে স্পিনাররা সাহায্য পাবেন৷ পাশাপাশি ব্যাটসম্যান যদি একবার সেট হয়ে যান তাহলে বোলারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন৷ এই মাঠে ২০২২ সালে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯ রান করেছিল৷
advertisement
advertisement
জয়-হারের রেকর্ড?
এখানে ৮ টি টোয়েন্টি আন্তর্জাতিক মোকাবিলা খেলা হয়েছে৷ যার মধ্যে মোট ৫ টি ম্যাচে প্রথম যারা ব্যাট করেছে তারাই বাজিমাত করেছে৷ তবে এটা নয় যে যারা টস জিতবে তারাই ম্যাচ জিতবে৷ এখানে শিশির ফ্যাক্টর খুবই জোরালো৷ আশা করা যায় যে দল টস জিতবে তারা প্রথমে বোলিং করবে৷
advertisement
টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন- শুভমান গিল, ইশান কিষাণ, রাহুল ত্রিপাঠী, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, উমরান মালিক, শিভম মাভি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 11:18 AM IST