Modi BBC Documentary: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি

Last Updated:

জেএনইউ-তে এই তথ্যচিত্র প্রদর্শনের সময় বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। একই অভিযোগ করেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রছাত্রীরাও।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি এবং ২০০২ সালের গুজরাত হিংসা সংক্রান্ত বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে তোলপাড় দেশ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি। এই তথ্যচিত্রের প্রদর্শনী ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দেশের একাধিক কলেজ-বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে। এমন যখন পরিস্থিতি, তখন এনসিসি-র অনুষ্ঠানে নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য়।
গত শনিবার দিল্লি ক্য়ানটনমেন্টের কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি-র একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মোদি। সেই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মোদিকে বলতে শোনা যায়, "দেশকে টুকরো টুকরো করার বাহানা খোঁজা হচ্ছে। ভারতবাসীর সন্তানদের মধ্যে ফাটল তৈরির চেষ্টা চলছে।" এর পরেই প্রধানমন্ত্রীর দাবি, এত চেষ্টা সত্ত্বেও ভারতবাসীর মধ্যে এভাবে ভেদাভেদ তৈরি করা যাবে না। মোদি বলেন, "একমাত্র ঐক্য মন্ত্রের বলেই ভারত বলিয়ান হবে।"
advertisement
advertisement
সম্প্রতি মোদি ও গুজরাত হিংসা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি। নাম, 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন'। তথ্যচিত্রটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপির নেতামন্ত্রীরা। কেন্দ্রের তরফে তথ্যচিত্রটি ভারতে দেখানোর উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই তথ্যচিত্রের যাবতীয় লিঙ্ক।
advertisement
কিন্তু তা সত্ত্বেও সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেন বাম, কংগ্রেস-সহ একাধিক ছাত্র সংগঠন। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।
advertisement
জেএনইউ-তে এই তথ্যচিত্র প্রদর্শনের সময় বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। একই অভিযোগ করেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রছাত্রীরাও।
সরকারের এহেন অবস্থানকে জনগণের কণ্ঠরোধমূলক আচরণ বলে তোপ দাগছেন বিরোধীরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi BBC Documentary: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement