Supreme Court: OBC কোটা নিয়ে বড় রায়! বিরাট ধাক্কা শীর্ষ আদালতে, ‘সর্বোচ্চ সীমা ৫০%,’ মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদিও শুনানি শেষে তেলঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ৷
নয়াদিল্লি: OBC সংরক্ষণ বাড়ানো নিয়ে তেলঙ্গানা সরকারের করা আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দিল, সংরক্ষণের সর্বোচ্চ মাত্র ৫০ শতাংশ৷ তা পেরনো যাবে না৷ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে OBC-দের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চাইছিল তেলঙ্গানা সরকার৷ জানিয়েছিল, এটা তাদের ঘোষিত নীতি৷ কিন্তু, তেমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল৷ এ বিষয়ে তেলঙ্গানা হাইকোর্ট সেই সরকারি নীতির উপরে স্থগিতাদেশ জারি করে৷ যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তেলঙ্গানা সরকার৷
advertisement
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডির সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভী আদালতে সওয়াল করেন, ‘‘স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে৷ তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পাতার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই৷’’
advertisement
advertisement
যদিও শুনানি শেষে তেলঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ৷
advertisement
OBC কোটা বাড়িয়ে দিচ্ছে তেলঙ্গানা সরকার৷ এই সরকারি নীতির বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল তেলঙ্গানা হাইকোর্টে৷ সেগুলির প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তেলঙ্গানা সরকারের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল আদালত৷
advertisement
হাইকোর্টে আবেদনকারীদের মধ্যে কয়েকজন ২৬ সেপ্টেম্বর, ২০২৫ সালের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন৷ সেখানে বলা হয়েছিল যে, অনগ্রসর শ্রেণির জন্য ৪২ শতাংশ কোটা স্থানীয় সংস্থাগুলিতে মোট সংরক্ষণ ৬৭ শতাংশে পৌঁছে দিচ্ছে। বিষয়টি আদালতের রায়ে বলা নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 16, 2025 2:00 PM IST