Supreme Court on TET: কর্মরত শিক্ষকদের TET দেওয়ার নির্দেশ, মিলে গেল নবান্নের সবুজ সঙ্কেত! রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের
- Published by:Satabdi Adhikary
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যাঁরা টেট ছাড়া চাকরি করছেন তাঁদের টেট দিতে হবে। এর জেরে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে হবে এই পরীক্ষা।
কলকাতা: ১০ বছর, ১২ বছর স্কুলে পড়ালেও হবে না৷ কর্মরত শিক্ষকদেরও দিতে হবে টেট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো প্রস্তাবে সায় নবান্নের। স্কুল শিক্ষা দফতরের প্রস্তাবে অনুমোদন নবান্নের।
advertisement
প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যাঁরা টেট ছাড়া চাকরি করছেন তাঁদের টেট দিতে হবে। এর জেরে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে হবে এই পরীক্ষা।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে রাজ্যে কর্মরত প্রায় এক লক্ষ শিক্ষক – শিক্ষিকাদের দিতে হবে টেট। তাই এর প্রভাব পড়তে পারে রাজ্যের প্রাথমিক স্তরের পঠন-পাঠনে। এই আশঙ্কায় রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
advertisement
নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর আইনজীবীদের মতামত নিয়ে স্কুল শিক্ষা দফতর রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টে বলেই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 16, 2025 12:56 PM IST