ED Raid: রাজ্যে ফের সক্রিয় ইডি! সকাল সকাল একাধিক জায়গায় তল্লাশি..গোয়েন্দাদের তালিকায় বেন্টিঙ্ক স্ট্রিট, আসানসোল, ঝাড়গ্রাম
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তার পাশাপাশি বেআইনি হবে বালি তোলারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ব্যবসায় কীভাবে কারা কারা টাকা খাটাতো এইসব বিস্তারিত জানতেই তল্লাশি৷
কলকাতা: বালিপাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডির গোয়েন্দারা৷ বৃহস্পতিবার সকাল সকাল রাজ্যের একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা৷ ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চারটি জায়গাতেও যায় এনফোর্স ডিরেক্টরেটের তদন্তকারী দল। বর্ধমানেও অভিযানে যাওয়ার কথা তাঁদের৷কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারীরা।
সূত্রের খবর, এই তল্লাশির সমস্তটাই বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে৷ এই ব্যবসায়ীদের মাধ্যমেই কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ৷
advertisement
তার পাশাপাশি বেআইনি হবে বালি তোলারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ব্যবসায় কীভাবে কারা কারা টাকা খাটাতো এইসব বিস্তারিত জানতেই তল্লাশি৷
advertisement
আসানসোলের মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই মণীশ বালির কারবারের সঙ্গে যুক্ত।
আর অন্যদিকে, অরুণ সরফ কলকাতার একটি কোম্পানি জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত ও ডিরেক্টর ছিলেন৷ এই সংস্থার বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে৷ যার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সম্প্রতি ২২টি জায়গায় তল্লাশি চালিয়েছে৷ যার মধ্যে রয়েছে কোম্পানি এবং সরফের সাথে সম্পর্কিত সম্পত্তি৷ তল্লাশির পরে একাধিক নথি এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। কোম্পানিটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সরফকে অন্যদের সাথে ডিরেক্টর হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Oct 16, 2025 10:04 AM IST










