Newtown Aircraft Museum: নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম আজ উদ্বোধন হতে চলেছে

Last Updated:

Newtown Aircraft Museum: নৌ-বাহিনীর বিশেষ বিমানে গড়ে উঠেছে এই মিউজিয়াম। 

নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম আজ উদ্বোধন হতে চলেছে
নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম আজ উদ্বোধন হতে চলেছে
আবীর ঘোষাল, কলকাতা: বিশাখাপত্তনমের পরে এবার নিউটাউন। রাজ্যে চালু হতে চলেছে এয়ারক্রাফট মিউজিয়াম। যেখানে নৌ বাহিনীর বিশেষ বিমানের মধ্যেই গড়ে তোলা হয়েছে এই বিশেষ মিউজিয়ামটিকে (Newtown Aircraft Museum)।
একটি আস্ত বিমান। বিমানের মধ্যেই মিউজিয়াম। এর আগে বিশাখাপত্তনমে এই রকম একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেখানের দর্শকদের মধ্যে একটা বড় অংশই এ রাজ্যের বাসিন্দা। এবার কলকাতাতেও এই রকমই দ্বিতীয় মিউজিয়াম তৈরি হতে চলেছে। আগামী দিনে এই মিউজিয়ামটিও অনেক বেশি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে ৷ ২০১৯ সালে ডিসেম্বর মাসে রাজ্যের সঙ্গে মিউজিয়ামে তৈরির বিষয়ে আলোচনাও চূড়ান্ত হয়ে যায় ।
advertisement
advertisement
নিউটাউনে সেইমাফিক কাজও শুরু হয়ে গিয়েছিল। ২০২০ সালের জানুয়ারির শেষের দিকে বিমানটিকে আনার ব্যবস্থা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে থেকেই মিউজিয়ামটি জনগণের জন্য খুলে দেওয়া হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে হিডকো, এনকেডিএ ও নৌবাহিনীর তরফ থেকে ৷ নৌবাহিনী কীভাবে কাজ করে? বিশাল সমুদ্রের মধ্যে কী ভাবে নজরদারি চালায়?
advertisement
শত্রুর আক্রমণের মুখে কীভাবে প্রাচীর তৈরি করে দেশের নিরাপত্তা নিশ্চিত করে এ সবই জানার সুযোগ থাকবে এই মিউজিয়ামে। একই সঙ্গে বিমানের ভিতরে ঢুকে ভিতরের সরঞ্জাম দেখাটা তো অবশ্যই একটা বাড়তি পাওনা হবে। একই সঙ্গে দেশের জন্য নতুন প্রজন্মকে নৌবাহিনীতে আগ্রহ বাড়ানোটাও একটা উদ্দেশ্য ৷
advertisement
প্রায় ৩০ বছর ধরে দেশের সেবা করে চলেছে নৌবাহিনীর বিশেষ বিমান টিইউ ১৪২। রাশিয়ায় তৈরি এই বিমান একবার জ্বালানি ভরলে টানা ১৬ ঘণ্টা উড়তে পারত। অনেক অপারেশনে এই বিমানের হাত ধরেই সাফল্য এসেছে । কিন্তু বয়স বেড়েছে নৌবাহিনীর আদরের এই বিমানটির। এবার বিশ্রাম প্রয়োজন। তাই বাহিনী থেকে অবসর দেওয়া হলেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে TU১৪২-কে ৷ আজ, বুধবার বিকেলেই উদ্বোধন হওয়ার কথা এই মিউজিয়ামের। উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ উত্তরবঙ্গ থেকে ফিরে। থাকবেন রাজ্যের নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Newtown Aircraft Museum: নিউটাউনে এয়ারক্রাফট মিউজিয়াম আজ উদ্বোধন হতে চলেছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement