Narendra Modi Dress: উত্তরাখণ্ডের টুপি, মণিপুরের উত্তরীয়! প্রজাতন্ত্র দিবসে মোদির সাজে ভোটের অঙ্ক?

Last Updated:

প্রধানমন্ত্রী (Narendra Modi) যে টুপি পরেছিলেন, তার গায়ে উত্তরাখণ্ডের রাজ্য ফুল ব্রহ্মকমলের প্রতিরূপও লাগানো ছিল (Narendra Modi Dress at Republic Day Program)৷

প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদির সাজ৷ Photo-ANI
প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদির সাজ৷ Photo-ANI
#দিল্লি: প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন রাজ্যের পোশাকে দেখা যায় তাঁকে৷ এবছর উত্তরাখণ্ডের (Uttarakhand) টুপি এবং মণিপুরের (Manipur) উত্তরীয় পরে দিল্লির অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi Dress at Republic Day Program)৷ আর তাঁর এই পোশাক বাছার মধ্যেই ভোট অঙ্ক দেখছেন অনেকে৷ কারণ আগামী মাস থেকে যে পাঁচ রাজ্যে নির্বাচন শুর হচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড এবং মণিপুরও৷
প্রধানমন্ত্রী (Narendra Modi) যে টুপি পরেছিলেন, তার গায়ে উত্তরাখণ্ডের রাজ্য ফুল ব্রহ্মকমলের প্রতিরূপও লাগানো ছিল৷ নরেন্দ্র মোদি যখনই কেদারনাথ মন্দিরে পুজো দিতে যান, এই ব্রহ্মকমল ব্যবহার করেন তিনি৷ এর পাশাপাশি মণিপুরের একটি উত্তরীয় পরেও লাল কেল্লার অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী৷ অতীতে অবশ্য জনসমক্ষে এলে তাঁকে মণিপুরী গামছার মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷
advertisement
advertisement
আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভোট৷ আর ২৭ ফেব্রুয়ারি ভোট মণিপুরে৷ তার আগে এই দুই রাজ্যের পোশাকে প্রধানমন্ত্রী সাজায় তার পিছনে স্পষ্ট ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিক মহল৷
advertisement
গত বছর জামনগর রাজ পরিবারের উপহার দেওয়া হালারি পাঘ নামের রাজ পাগড়ি পরে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী৷ তার সঙ্গে ছিল মানানসই ছাই রংয়ের জ্যাকেট ও ক্রিম রংয়ের শাল৷ ২০২০ সালের প্রজাতন্ত্র দিবেসর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় গেরুয়া রংয়ের পাগড়ি দেখা গিয়েছিল৷ তার আগের বছর হলদেটে কমলা রংয়ের পাগড়ি পরেছিলেন তিনি৷
advertisement
এ দিন উত্তরাখণ্ডের টুপি এবং মণিপুরের উত্তরীয় পরেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ এর পর বিজয় চকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Dress: উত্তরাখণ্ডের টুপি, মণিপুরের উত্তরীয়! প্রজাতন্ত্র দিবসে মোদির সাজে ভোটের অঙ্ক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement