Narendra Modi: ফের 'এক দেশ এক নির্বাচন'-এর সওয়াল মোদির, দলীয় কর্মীদের দিলেন বড় দায়িত্ব

Last Updated:

প্রধানমন্ত্রীর কথায়, "আগের তুলনায় মহিলা ভোটারের শতাশ বেড়েছে। কিছু কিছু জায়গায় ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলারা এগি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#নয়াদিল্লি :  জাতীয় ভোটার দিবসে ফের একবার 'এক দেশ এক নির্বাচন'(One Nation One Election) এবং 'এক দেশ, এক ভোটার তালিকার' পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, “একের পর একে ভোট প্রক্রিয়ার ছাপ পড়ে সমাজের সব ক্ষেত্রে। মাঝখান থেকে দেশের উন্নয়ন প্রক্রিয়ার গতি রুদ্ধ হয়।” তিনি আরও বলেন, “এক দেশ, এক নির্বাচনে’র বিষয়টিকে আমি সমর্থন করি। সকলের এই বিষয়ে মনোযোগ সহকারে ভাবা উচিত।"
প্রধানমন্ত্রীর কথায়, "আগের তুলনায় মহিলা ভোটারের শতাশ বেড়েছে। কিছু কিছু জায়গায় ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলারা এগিয়ে রয়েছেন। কিন্তু সার্বিক ভোটের হার এখনও কম। সব রাজনৈতিক দল ও নাগরিকদের এই বিষয়ে ভাবা প্রয়োজন।”
advertisement
লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রীর যুক্তি, বারবার নির্বাচন হলে উন্নয়ন বিঘ্নিত হয়। মহিলাদের ভোটদানের হার বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। একই সঙ্গে তাঁর মত, সব দলেরই উচিত ভোটদানের হার কম হওয়া নিয়ে চিন্তাভাবনা করা।
advertisement
এ দিন দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় 'এক দেশ, এক ভোটের' পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় ভোটার দিবসে আরও বলেন, শহরে বসবাসকারীরা সামাজিক মাধ্যমে ভোট নিয়ে নানান কথা এবং আলোচনা করলেও, ভোটদানের সময় তাঁদের পাওয়া যায় না। উপরাষ্ট্রপতির সুরে  সুর মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে যাতে ৭৫ শতাংশ ভোট পড়ে তা নিশ্চিত করতে হবে দলীয় কর্মীদের।
advertisement
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন এই মন্তব্য করেছেন, সেদিনই ভোটের সময় রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ মন্তব্য করে, "এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 'ফ্রি' বাজেট আসল বাজেটের থেকে বেশি হয়ে যায়।"
advertisement
তবে বিজেপি নেতার দায়ের করা মামলায় প্রধান বিচাপতির বেঞ্চ প্রশ্ন তোলে মামলাকারীর নির্দিষ্ট কয়েকটি দল এবং রাজ্যের নাম উল্লেখ করা নিয়ে। প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, "আপনি শুধুমাত্র দু' জনের নাম উল্লেখ করেছেন হলফনামায়। আপনি বেছে বেছে নাম নির্বাচিত করেছেন।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ফের 'এক দেশ এক নির্বাচন'-এর সওয়াল মোদির, দলীয় কর্মীদের দিলেন বড় দায়িত্ব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement