BJP Mahila Morcha in UP Assembly Poll: মহিলাদের ভোট পেতে গ্রামে 'মহিলা চৌপাল' আর কীর্তনের আয়োজন বিজেপির

Last Updated:

BJP Mahila Morcha in UP Assembly Poll: মহিলা ভোটারদের নির্বাচনী মতামত নিজেদের দিকে নিশ্চিত করতে রাজ্য জুড়ে ‘মহিলা চৌপাল’ এবং ‘কীর্তন’-এর আয়োজন করছে বিজেপি

বিজেপি মহিলা মোর্চা
বিজেপি মহিলা মোর্চা
#উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Poll 2022) টানা দ্বিতীয়বার জয়ী হতে মহিলা ভোটের উপর আস্থা বাড়াচ্ছে বিজেপি! মহিলা ভোটারদের নির্বাচনী মতামত নিজেদের দিকে নিশ্চিত করতে রাজ্য জুড়ে ‘মহিলা চৌপাল’ এবং ‘কীর্তন’-এর আয়োজন করছে বিজেপি (BJP Mahila Morcha in UP Assembly Poll)।
গেরুয়া দলের বিশ্বাস, নির্বাচনে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা পালন করবেন মহিলা ভোটাররা। এ রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই (৪৬ শতাংশ) মহিলা এবং সময়ের সঙ্গে সঙ্গে ভোটাধিকার প্রয়োগে মহিলাদের অংশগ্রহণ সাথে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে (2017 Assembly polls) ৬০ শতাংশেরও বেশি মহিলা নিজেদের ভোট দিয়েছেন, যে হার পুরুষদের ভোটদানের চেয়ে বেশি৷
advertisement
বিজেপির মহিলা শাখা (BJP Mahila Morcha in UP Assembly Poll) উত্তরপ্রদেশের ব্লক এবং গ্রামীণ স্তরে ‘মহিলা চৌপাল’ (Mahila Chaupal) এবং ‘কীর্তন’ (Kirtan) আয়োজন করছে। মহিলাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সরকারি নানা প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলা এবং বিজেপির প্রচার করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও জানাচ্ছে তারা।
advertisement
আরও পড়ুন- ২০২৪-এ বিজেপিকে পরাস্ত করা সম্ভব! কিন্তু...নিজের পরিকল্পনা বললেন প্রশান্ত কিশোর
বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি রেখা গুপ্তা (BJP Mahila Morcha national vice president Rekha Gupta) আইএএনএসকে জানিয়েছেন যে, বিজেপি দল ‘মহিলা চৌপাল’ এবং ‘কীর্তন’-এর মাধ্যমে মহিলা ভোটারদের কাছে পৌঁছচ্ছে (BJP Mahila Morcha in UP Assembly Poll)। “আমরা মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর জন্য ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করছি এবং এর মধ্যে দু’টি হল ‘মহিলা চৌপাল’ আর ‘কীর্তন। চৌপালে উপস্থিত সকলেই সরকারি নানান প্রকল্পের সুবিধা পান। একইভাবে, আমরা কীর্তন মণ্ডলীর মাধ্যমেও মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছি। এই আয়োজনগুলি মূলত গ্রাম এবং ব্লক স্তরে করা হচ্ছে,” বলেন রেখা।
advertisement
আরও পড়ুন- উন্নয়নের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ দল, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত
রেখার মতে, মহিলা মোর্চার নেত্রীরা কোভিড আচরণবিধি এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করেই সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ করে। “আমরা তাদের বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত পাঁচ বছরে আমাদের মুখ্যমন্ত্রী যে অসাধারণ কাজ করেছেন তার জন্য জনগণ যোগী আদিত্যনাথের সঙ্গেই রয়েছে। আমরা বোঝাই, পাঁচ বছরের এই স্বল্প সময়ে এত কাজ কোনও সরকার করেনি। উত্তরপ্রদেশকে উন্নয়নের নতুন চূড়ায় নিয়ে যেতে বিজেপিকে সরকারকে নির্বাচিত করার জন্য আবেদন জানাই,” বলেন রেখা গুপ্তা।
advertisement
২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহিলা ভোটাররা এবং ২০১৯ সালে কেন্দ্রে মোদি সরকারকে ফেরাতেও মহিলা ভোট ছিল বড়ো অস্ত্র। আসন্ন নির্বাচনেও যে গুরুত্বপূর্ণ তাস মহিলাদের ভোটই তা বুঝে মহিলাদের সমর্থন জিততে সামান্যতম সুযোগটুকুও ছাড়তে নারাজ বিজেপি।
সাত দফায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। ভোট গণনা হবে ১০ মার্চ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Mahila Morcha in UP Assembly Poll: মহিলাদের ভোট পেতে গ্রামে 'মহিলা চৌপাল' আর কীর্তনের আয়োজন বিজেপির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement