Bonny Sengupta Quits BJP: উন্নয়নের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ দল, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Bonny Sengupta quits BJP: সাংবাদিকদের বনি আরও জানিয়েছেন যে ২০২১ এর ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে বিজেপি নেতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি৷
#কলকাতা: গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে (Bengal BJP) যোগ দিয়েছিল একগুচ্ছ তারকা মুখ। এক বছরের মধ্যেই বিজেপির তারারা খসে পড়ছেন দলীয় তালিকা থেকে। এবার বিজেপিকে বিদায় জানালেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোমবার বনি জানিয়েছেন, গেরুয়া দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন তিনি (Bonny Sengupta quits BJP)। কারণ হিসেবে বনি দেখিয়েছেন, বিজেপি রাজ্য এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নের প্রতিশ্রুতি রাখতে নাকি ব্যর্থ হয়েছে। সূত্রের খবর, গত নির্বাচনে (WB Assembly Election 2021) রাজ্য কাঁপানো প্রচারের পরেও বিজেপি ক্ষমতায় আসতে ব্যর্থ হওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন বনি সেনগুপ্ত।
“সকলকে অবগত করছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যোগসূত্র আজ থেকে ছিন্ন করলাম৷ দল নিজের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে এবং আমি উন্নয়নের কোনও রূপ দেখতে পাইনি। বিজেপি পশ্চিমবঙ্গের বা বাংলা চলচ্চিত্রের উন্নতির জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছিল BJP তা রাখতে ব্যর্থ,” ট্যুইট করে জানিয়েছেন বনি৷ সাংবাদিকদের বনি আরও জানিয়েছেন যে ২০২১ এর ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে বিজেপি নেতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি (Bonny Sengupta Quits BJP)৷
advertisement
advertisement
রাজ্য বিজেপি অবশ্য মনে করছে বনির চলে যাওয়ায় (Bonny Sengupta Quits BJP) দলে সামান্যতম প্রভাবও পড়বে না। “এটা তাঁর সিদ্ধান্ত, তাহলে আমাদের কী বলার আছে? আর আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসিনি। অতএব, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলা চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য আমাদের কিছু করার ক্ষমতাও নেই,” বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
advertisement
এর আগে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীও বিজেপি ছেড়ে দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 8:57 AM IST