Pornography Shoot: কলকাতায় ফের পর্নোগ্রাফির শুটিং, ওয়েব সিরিজ-এর নাম করে নীল ছবির শট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভিযোগ, উত্তর কলকাতার শোভাবাজারের বাসিন্দা রাজদীপ হাজরাকে ওয়েব সিরিজ-এর নাম করে জোর করে পর্ন ছবির শুট করানো হয়
#কলকাতা: আবারও কলকাতায় পর্নোগ্রাফির শুটিং (Pornography)! অভিযোগ, উত্তর কলকাতার শোভাবাজারের বাসিন্দা রাজদীপ হাজরাকে ওয়েব সিরিজ-এর নাম করে জোর করে পর্ন ছবির শুট করানো হয়। জানা যায়, নাসিম আক্তার নামে বেলঘড়িয়ার এক বাসিন্দা তাঁকে বাধ্য করে পর্নোগ্রাফি (Pornography) শুট করতে। বিকি রায় নামে এক যুবক রাজদীপের সঙ্গে পরিচয় করায় নাসিম আক্তারের। সোমবার সন্ধ্যায় বেলঘড়িয়া থানায় অভিযুক্ত নাসিম আক্তারের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজদীপ হাজরা।
এই প্রথম নয়! ২০২০ সালের ডিসেম্বর মাসে পেশায় মডেল এক যুবতী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান, জোর করে তাঁকে দিয়ে পর্ন ছবির কাজ করানো হয়েছে (Newtown Pornography case) ! থানায় লিখিত বয়ানে যুবতী জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল তাঁর। রানিকুঠি এলাকায় প্রোডাকশন হাউজ রয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। যুবতীকে টলিউড ইন্ড্রাস্ট্রিতে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। কাজ পাওয়ার আশায় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন যুবতী। প্রথম দিকে ২টো ছোট কাজও জোগাড় করে দিয়েছিলেন। এর পরই একদিন তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার একটি হোটেলে নিয়ে যান, সেখানে মাদক পান করিয়ে জোর করে পর্নোগ্রাফি শ্যুট করানো হয়। বিষয়টি ফাঁস করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়! লাগাতার যুবতীকে দিয়ে নগ্ন ফটোশ্যুট করানো হয়েছিল বলেও অভিযোগ (Newtown Pornography case) !
advertisement
যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু কররে পুলিশ। একে একে গ্রেফতার হতে থাকে পর্ন ছবির সিনেম্যাটোগ্রাফার, মডেল! অবশেষে, দীর্ঘ দশ মাস পর অক্টোবর মাসে পুলিশের জালে ধরা পড়ে নিউটাউন পর্ন কাণ্ডের প্রধান অভিযুক্ত। সূত্রের খবর, টালিগঞ্জের কাছে রিজেন্ট পার্ক থেকে তাঁকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police)। পুলিশ সূত্রে খবর, প্রকাশ দাস নামের ওই ব্যক্তি পর্ন শুটিং (Pornography)-এ মডেল সাপ্লাই করত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 24, 2022 10:41 PM IST