Bengal BJP|| দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, দল থেকে সাময়িক বরখাস্ত রীতেশ-জয়প্রকাশ

Last Updated:

BJP temporarily suspends ritesh tiwari and joy prakash majumdar: প্রকাশ্য়ে দলবিরোধী মন্তব্যের অভিযোগ। বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার। দলের তরফে বলা হয়েছে শৃঙ্খলাভঙ্গ কমিটির তদন্ত শেষ না পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

#কলকাতা: প্রকাশ্য়ে দলবিরোধী মন্তব্যের অভিযোগ। বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাঁদের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে, বিবৃতি দিয়ে জানিয়েছেন কার্যালয় সম্পাদক। আজ সোমবার রাজ্য বিজেপির কার্যালয় সম্পাদক, জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে চিঠি পাঠান। সেখানে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ মহাশয়ের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শুরু হওয়া দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দল থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।’ নিচে লেখা রয়েছে রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের নাম।
সোমবার রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদারের নির্দেশে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার, এই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে তাঁদের।
advertisement
আরও পড়ুন: আশা জাগিয়ে রাজ্যে আরও কমল আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৫৪৬
সম্প্রতি পোর্টের গেস্ট হাউজে শান্তনু ঠাকুর ‘বিক্ষুব্ধ’দের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে জয়প্রকাশ মজুমদার ছিলেন প্রথম সারিতে। সেই নিয়েই রবিবার জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ তোলা হয়। সূত্রের খবর, সোমবার পর্যন্ত রীতেশ তিওয়ারি বা জয়প্রকাশ মজুমদার দলকে চিঠির উত্তর দেননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP|| দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, দল থেকে সাময়িক বরখাস্ত রীতেশ-জয়প্রকাশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement