Padma Vibhushan : মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত

Last Updated:

Padma Vibhushan: মঙ্গলবার পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নাম রয়েছে প্রয়াত জেনারেল রাওয়াতের (General Bipin Rawat)।

পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন বিপিন রাওয়াত
পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন বিপিন রাওয়াত
নয়াদিল্লি: আগামিকাল প্রজাতন্ত্র দিবস। জানা গিয়েছে যে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত  (General Bipin Rawat) মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হবেন। প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) আগে মঙ্গলবার পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নাম রয়েছে প্রয়াত জেনারেল রাওয়াতের। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম সম্মান ‘পদ্ম বিভূষণ’-এ সম্মানিত করা হবে জেনারেল রাওয়াতকে  (General Bipin Rawat)।
জেনারেল রাওয়াতই  (General Bipin Rawat) প্রথম সেনা সর্বাধিনায়ক (First CDS) হন। ২০১৯ সালে তাঁকে দিয়েই ওই পদের সূচনা হয়। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে গোর্খা রাইফেলে ব্যাটেলিয়ন থেকেই ভারতীয় সেনাবাহিনীতে যাত্রা শুরু জেনারেল রাওয়াতের। তাঁরা বাবাও গোর্খা রাইফেলের অংশ ছিলেন এক সময়।
advertisement
advertisement
প্রায় ৪০ বছর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন জেনারেল রাওয়াত। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের সেনা প্রধানের দায়িত্বও সামলেছেন। উত্তর-পূর্ব ভারতে জঙ্গি-কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা হোক বা ২০১৫ সালে সীমান্ত পেরিয়ে মায়ানমার অভিযান, তাঁর তত্ত্বাবধানেই একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।
advertisement
২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায়ও সামিল ছিলেন। কাশ্মীরের উরিতে সেনাশিবিরের হামলার জবাবে সে বার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিল পাক জঙ্গিদের প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। দিল্লিতে অভিযান সংক্রান্ত খুঁটিনাটি আলোচনাও তাঁর দায়িত্বেই ছিল।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের। হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। জেনারেল রাওয়াতের পাশাপাশি তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয় দুর্ঘটনায়। সেনা সর্বাধিনায়ক হিসেবে দেশের তিন বাহিনী, পদাতিক, বায়ুসেনা এবং নৌসেনার মধ্যে সমন্বয় রক্ষা, কৌশল রচনা, প্রতিরক্ষা খাতে কোথায় কত বরাদ্দ, সেই সংক্রান্ত কাজ সামলানো ছাড়াও, প্রতিরক্ষামন্ত্রকে পরামর্শদাতার ভূমিকাও পালন করেছেন জেনালের রাওয়াত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Vibhushan : মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত হচ্ছেন প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement