Chris Gayle on PM Modi: নরেন্দ্র মোদির বার্তায় ঘুম ভাঙল ক্রিস গেইলের! ব্যাপার কী?

Last Updated:

Chris Gayle on PM Modi: ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ''আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল।''

ভারতবাসীকে শুভেচ্ছা গেইলের
ভারতবাসীকে শুভেচ্ছা গেইলের
#নয়াদিল্লি: ক্রিস গেইল (Chris Gayle) নামটা শুনলেই কী মনে হয়? প্রায় সব মানুষের মনে আসবে, বাইশ গজে চার ছয়ের ফুলঝুরি। আইপিএল-এর দৌলতে ক্রিস গেইল এখন পুরোদস্তুর 'ঘরের ছেলে'। এবার সেই 'ঘরের ছেলে'র থেকেও ২৬ জানুয়ারি সকালে এল ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর সেই প্রসঙ্গে গেইলের ট্যুইটে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কথাও।
advertisement
advertisement
ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ''আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল, যা ভারতের জনগণ এবং ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক হয়ে রইল। ইউনিভার্স বসের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’
advertisement
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ার হলেও বছরের পর বছর ধরে এদেশে আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে চলেছেন গেইল। ভারতীয়দের প্রতি তাঁর ভালোবাসার কথা এর আগেও একাধিক বার নানা ক্ষেত্রে জানিয়েওছেন ইউনিভার্স বস। ভারতীয়রাও সমানভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ধ্বংসাত্মক এই ব্যাটসম্যানকে। তবে, এবারের আইপিএল তালিকায় নেই গেইলের নাম। যদিও আইপিএল ইতিহাসে ক্রিস গেইলের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
advertisement
ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হল প্রজাতন্ত্র দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্যরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Chris Gayle on PM Modi: নরেন্দ্র মোদির বার্তায় ঘুম ভাঙল ক্রিস গেইলের! ব্যাপার কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement