Chris Gayle on PM Modi: নরেন্দ্র মোদির বার্তায় ঘুম ভাঙল ক্রিস গেইলের! ব্যাপার কী?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chris Gayle on PM Modi: ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ''আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল।''
#নয়াদিল্লি: ক্রিস গেইল (Chris Gayle) নামটা শুনলেই কী মনে হয়? প্রায় সব মানুষের মনে আসবে, বাইশ গজে চার ছয়ের ফুলঝুরি। আইপিএল-এর দৌলতে ক্রিস গেইল এখন পুরোদস্তুর 'ঘরের ছেলে'। এবার সেই 'ঘরের ছেলে'র থেকেও ২৬ জানুয়ারি সকালে এল ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর সেই প্রসঙ্গে গেইলের ট্যুইটে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কথাও।
I would like to congratulate India on their 73rd Republic Day. I woke up to a personal message from Prime Minister Modi @narendramodi reaffirming my close personal ties with him and to the people of India. Congratulations from the Universe Boss and nuff love 🇮🇳🇯🇲❤️🙏🏿
— Chris Gayle (@henrygayle) January 26, 2022
advertisement
advertisement
ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ''আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল, যা ভারতের জনগণ এবং ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক হয়ে রইল। ইউনিভার্স বসের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’
advertisement
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ার হলেও বছরের পর বছর ধরে এদেশে আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে চলেছেন গেইল। ভারতীয়দের প্রতি তাঁর ভালোবাসার কথা এর আগেও একাধিক বার নানা ক্ষেত্রে জানিয়েওছেন ইউনিভার্স বস। ভারতীয়রাও সমানভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ধ্বংসাত্মক এই ব্যাটসম্যানকে। তবে, এবারের আইপিএল তালিকায় নেই গেইলের নাম। যদিও আইপিএল ইতিহাসে ক্রিস গেইলের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
advertisement
ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হল প্রজাতন্ত্র দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্যরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 1:21 PM IST