Parliament Winter Session Bills: তালিকা দীর্ঘ, শীত-অধিবেশনে কোন বিলগুলি আনছে মোদি সরকার?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কৃষি আইন প্রত্যাহার বিল ছাড়াও যে বিলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হল, ক্রিপটোকারেন্সি বিল (Cyrptocurrency Bill)।
#নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)৷ আর সংসদের এই অধিবেশনেই একগুচ্ছ বিল পাশ করানোর লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷
কৃষি আইন প্রত্যাহার বিল ছাড়াও যে বিলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হল, ক্রিপটোকারেন্সি বিল (Cyrptocurrency Bill)। যার নাম ‘ক্রিপটোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১’। এই বিলের লক্ষ্য, দেশে বেসরকারি ক্রিপটোকারেন্সিতে লাগাম টানা। রিজার্ভ ব্যাঙ্ককে অধিকার দেওয়া হবে। তবে, প্রস্তাবিত আইনে কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হবে। আরবিআই কর্তৃক ডিজিটাল কারেন্সির উপর জোর দেওয়া হবে।
advertisement
advertisement
এছাড়াও আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তপশিলি জাতি ও উপজাতি তালিকায় বদল আনতে আনা হচ্ছে ‘দ্য কনস্টিটিউশন (সিডিউল্ড কাস্ট অ্যান্ড সিডিউলড ট্রাইবস) অর্ডার(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১’। শুধু তাই নয়, ত্রিপুরার তপশিলি জাতি ও উপজাতি আইন সংশোঝনী বিলও আনতে চলেছে মোদি সরকার।
advertisement
এর আগে যে চারটি বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছিল এবং সেগুলির রিপোর্ট পেশ হয়েছে। এবার সেই বিলগুলি পেশ করা হতে পারে। যার মধ্যে রয়েছে — ‘দ্য সারোগেসি(রেগুলেশন) বিল, ২০১৯’, ‘দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি(রেগুলেশন) বিল, ২০২০’, ‘দ্য মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’ এবং ‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১। যে বিলগুলি সংসদে পেশ করা হবে, সেগুলি হল—
advertisement
- কৃষি আইন প্রত্যাহার বিল,২০২১ (৩টি বিল)
- দ্য ক্রিপটোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১
- দ্য নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক
- সাবস্ট্যান্সেস(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১্
- দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২১
- দ্য দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাব্লিশমেন্ট(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১
- দ্য চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস, দ্য কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস, অ্যান্ড দ্য কোম্পানি সেক্রেটারিস(অ্যামেন্ডমেন্ড) বিল, ২০২১
- দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি(সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১
- দ্য ক্যান্টনমেন্ট বিল, ২০২১
- ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশনস(কমান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) বিল, ২০২১
- দ্য ইন্ডিয়ান আন্টার্টিকা বিল, ২০২১
- দ্য এমিগ্রেশন বিল, ২০২১
- দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১
- দ্য বষাঙ্কিং ল’জ(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১
- দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজেস(স্যালারিজ অ্যান্ড কন্ডিসন্স অফ সার্ভিস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২১
- দ্য কনস্টিটিউশন(সিডিউল্ড কাস্ট অ্যান্ড সিডিউল্ড ট্রাইবস) অর্ডার(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১
- দ্য ট্রাফিকিং অফ পার্সনস(প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) বিল, ২০২১
- দ্য ন্যাশনাল অ্যান্টি-ডোপিং বিল, ২০২১
- দ্য ইন্ডিয়ান মেরিটাইম ফিশারিজ বিল, ২০২১
- দ্য ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল ২০২১
- দ্য মেট্রো রেল(কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) বিল, ২০২১
- দ্য এমিগ্রেশন বিল, ২০২১
- দ্য মেডিটেশন বিল, ২০২১
advertisement
এছাড়াও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও চাকরির সুবিধা সম্পর্কিত একটি বিল আনতে চলেছে সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2021 11:07 PM IST