#নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)৷ আর সংসদের এই অধিবেশনেই একগুচ্ছ বিল পাশ করানোর লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷
কৃষি আইন প্রত্যাহার বিল ছাড়াও যে বিলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হল, ক্রিপটোকারেন্সি বিল (Cyrptocurrency Bill)। যার নাম ‘ক্রিপটোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১’। এই বিলের লক্ষ্য, দেশে বেসরকারি ক্রিপটোকারেন্সিতে লাগাম টানা। রিজার্ভ ব্যাঙ্ককে অধিকার দেওয়া হবে। তবে, প্রস্তাবিত আইনে কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হবে। আরবিআই কর্তৃক ডিজিটাল কারেন্সির উপর জোর দেওয়া হবে।
আরও পড়ুন: নয়া বিপদ ওমিক্রন! ভারতে প্রবেশ রুখতে আধিকারিকদের তৎপর হতে নির্দেশ মোদির
এছাড়াও আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তপশিলি জাতি ও উপজাতি তালিকায় বদল আনতে আনা হচ্ছে ‘দ্য কনস্টিটিউশন (সিডিউল্ড কাস্ট অ্যান্ড সিডিউলড ট্রাইবস) অর্ডার(অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১’। শুধু তাই নয়, ত্রিপুরার তপশিলি জাতি ও উপজাতি আইন সংশোঝনী বিলও আনতে চলেছে মোদি সরকার।
আরও পড়ুন: জোট ভেঙে এবার প্রতিপক্ষ বাম- কংগ্রেস, কার লাভ, কার ক্ষতি? শুরু চর্চা
এর আগে যে চারটি বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছিল এবং সেগুলির রিপোর্ট পেশ হয়েছে। এবার সেই বিলগুলি পেশ করা হতে পারে। যার মধ্যে রয়েছে — ‘দ্য সারোগেসি(রেগুলেশন) বিল, ২০১৯’, ‘দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি(রেগুলেশন) বিল, ২০২০’, ‘দ্য মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’ এবং ‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১। যে বিলগুলি সংসদে পেশ করা হবে, সেগুলি হল—
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farm Laws, Parliament