Omicron: নয়া বিপদ ওমিক্রন! ভারতে প্রবেশ রুখতে আধিকারিকদের তৎপর হতে নির্দেশ মোদির

Last Updated:

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, হংকং, বেলজিয়ামের মতো দেশে ওমিক্রন স্ট্রেনের (Covid 19 Variant Omicron) হদিশ মিলেছে৷

যতদিন যাচ্ছে, ভারতে বাড়ছে দ্রুত মিউটেড হওয়া শক্তিশালী এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই আলোচনার মধ্যেই এবার শিরোনামে উঠে এসেছে নতুন একটি শব্দ। ডেলমিক্রন (Delmicron)। শোনা যাচ্ছে পশ্চিমের দেশগুলিতে ডেলমিক্রনের দাপট নাকি বাড়ছে।
যতদিন যাচ্ছে, ভারতে বাড়ছে দ্রুত মিউটেড হওয়া শক্তিশালী এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই আলোচনার মধ্যেই এবার শিরোনামে উঠে এসেছে নতুন একটি শব্দ। ডেলমিক্রন (Delmicron)। শোনা যাচ্ছে পশ্চিমের দেশগুলিতে ডেলমিক্রনের দাপট নাকি বাড়ছে।
এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, হংকং, বেলজিয়ামের মতো দেশে ওমিক্রন স্ট্রেনের (Covid 19 Variant Omicron) হদিশ মিলেছে৷ শুক্রবারই ওমিক্রন স্ট্রেনকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এ দিনের বৈঠকেও প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, নতুন এই স্ট্রেনের ভারতে প্রবেশ রুখতে আরও তৎপর হতে হবে৷ পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শুক্রবারই আগামী ১৫ ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হবে৷
advertisement
advertisement
এ ছাড়াও মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষকে আরও সতর্ক হতে হবে বলেও বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ যে দেশগুলিতে নতুন সংক্রমণ এবং করোনার ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের উপরে নজরদারি এবং পরীক্ষার উপরে জোর দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
অন্যদিকে ভারতে এখনও পর্যন্ত করোনার কোন কোন স্ট্রেনের খোঁজ মিলেছে এবং জেনোম সিকোয়েন্সিং-এর জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে তথ্য তুলে ধরেন সরকারি আধিকারিকরা৷
প্রধানমন্ত্রীও বলেন, আন্তর্জাতিক বিমানযাত্রীদের থেকে সংগ্রহ করা নমুনা অবশ্যই জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো উচিত৷ প্রধানমন্ত্রী আরও পরামর্শ দেন, যাঁরা প্রথম ডোজের টিকা নেওয়ার পর এখনও দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের দ্রুত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Omicron: নয়া বিপদ ওমিক্রন! ভারতে প্রবেশ রুখতে আধিকারিকদের তৎপর হতে নির্দেশ মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement