Omicron: নয়া বিপদ ওমিক্রন! ভারতে প্রবেশ রুখতে আধিকারিকদের তৎপর হতে নির্দেশ মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, হংকং, বেলজিয়ামের মতো দেশে ওমিক্রন স্ট্রেনের (Covid 19 Variant Omicron) হদিশ মিলেছে৷
এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, হংকং, বেলজিয়ামের মতো দেশে ওমিক্রন স্ট্রেনের (Covid 19 Variant Omicron) হদিশ মিলেছে৷ শুক্রবারই ওমিক্রন স্ট্রেনকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এ দিনের বৈঠকেও প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, নতুন এই স্ট্রেনের ভারতে প্রবেশ রুখতে আরও তৎপর হতে হবে৷ পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শুক্রবারই আগামী ১৫ ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হবে৷
advertisement
advertisement
এ ছাড়াও মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষকে আরও সতর্ক হতে হবে বলেও বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ যে দেশগুলিতে নতুন সংক্রমণ এবং করোনার ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের উপরে নজরদারি এবং পরীক্ষার উপরে জোর দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
অন্যদিকে ভারতে এখনও পর্যন্ত করোনার কোন কোন স্ট্রেনের খোঁজ মিলেছে এবং জেনোম সিকোয়েন্সিং-এর জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে তথ্য তুলে ধরেন সরকারি আধিকারিকরা৷
প্রধানমন্ত্রীও বলেন, আন্তর্জাতিক বিমানযাত্রীদের থেকে সংগ্রহ করা নমুনা অবশ্যই জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো উচিত৷ প্রধানমন্ত্রী আরও পরামর্শ দেন, যাঁরা প্রথম ডোজের টিকা নেওয়ার পর এখনও দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের দ্রুত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2021 5:01 PM IST