Melting Hearts : নীরব প্রেমের মুখর সেতু ইনস্টাগ্রাম, ফলোয়ারদের উদ্যোগে সাতপাকে বাঁধা পড়লেন মূক জুটি

Last Updated:

Melting Hearts : অরুণের সঙ্গে জ্যোতির পরিচয় ইনস্টাগ্রামেই৷ সেখানেই সূত্রপাত রাগ অনুরাগের৷

প্রকাশম : দুই নীরবের মাঝে ইনস্টাগ্রামই ছিল মুখর সেতু৷ তাঁদের প্রেমের উপাখ্যান এখন ভাইরাল৷ তাঁরা হলেন আতরম লতা ওরফে জ্যোতি এবং অরুণ৷ তেলেঙ্গানার (Telangana) জগিতিয়াল জেলার বাসিন্দা জ্যোতি এখন অরুণের ঘরণি৷ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রকাশম জেলার বাসিন্দা অরুণের সঙ্গে জ্যোতির পরিচয় ইনস্টাগ্রামেই৷ সেখানেই সূত্রপাত রাগ অনুরাগের৷
শেষ অবধি তাঁদের দু’জনের বিয়ের অনুঘটক হলেন তাঁদের ফলোয়াররা৷ জগিতিয়ালের এক দল সমাজকর্মী তাঁদের বিয়ে দিতে উদ্যোগী হন৷ সব রীতি রেওয়াজ অনুসরণ করে অনুষ্ঠিত হয় জমকালো বিয়ের আসর৷ সমাজকর্মীরাই আয়োজন করেন বিয়ের খুঁটিনাটি৷
আরও পড়ুন : প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!
কোভিড পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজকর্মীরা৷ তাঁরা এ বার গর্বিত এই জুটির মধ্যে গাঁটছড়া বাঁধতে পেরে৷ অনেকটা একই ধরণের ঘটনা ধরা পড়েছে বাংলাতেও৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্রতিদিনের রান্নায় পেঁপে থাকে? জেনে নিন পেঁপে বেশি খাওয়া কত ক্ষতিকর
সাতপাকে বাঁধা পড়েছেন বীরভূমের মৃত্যুঞ্জয় এবং পুরুলিয়ার শকুন্তলা৷ তাঁরাও মূক ও বধির৷ তাঁদের পরিবারের মধ্যে ঘটকালি হয়েছিল আত্মীয়ের মাধ্যমে৷ কিন্তু দু’জনেই মূক ও বধির বলে দ্বিধাগ্রস্ত ছিলেন পাত্র পাত্রীর পরিবার৷ কিন্তু সব বাধা ভেঙে পড়ে তাঁদের প্রেমের মুখে৷ সেই প্রেমের মাধ্যম ছিল ভিডিও কল৷ নীরব সেই ভিডিও কলেও চোখের ভাষায় মন বিনিময়ে বাধা হয়ে উঠতে পারেনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Melting Hearts : নীরব প্রেমের মুখর সেতু ইনস্টাগ্রাম, ফলোয়ারদের উদ্যোগে সাতপাকে বাঁধা পড়লেন মূক জুটি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement