কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য উপকারী-এ কথা আমরা শুনে আসছি দীর্ঘ কয়েক যুগ ধরে৷ ভিটামিন এ, বি, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম-সহ নানা উপকারী উপাদানে ভরপুর এই সব্জি৷ তবে সবকিছুর মতো পেঁপেরও সাইড এফেক্ট আছে৷ জেনে নিন ডায়েটে অতিরিক্ত পেঁপে থাকলে কী ক্ষতি হয়৷ (Negative sides of papaya)