Palindrome Date: তারিখেই লুকিয়ে সংখ্যামাহাত্ম্য! সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা স্মরণীয় করে রাখতে চান এই মঙ্গলবারকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Palindrome Date: এই তারিখে মঙ্গলবার পড়ায়, সামাজিক মাধ্যমে দিনটিকে মজা করে বলা হচ্ছে ‘টুওসডে’ (Twosday)৷ অর্থাৎ ২-২-২২ বা 2-2-22 থেকে Tuesday-র পরিবর্তে Twosday৷ (Palindrome Date)
সারা জীবনে একবারই আসবে আজকের দিনটি৷ অদ্ভুত বিরল সেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে আজকের তারিখে-২২.০২.২২৷ এরকম তারিখকে বলা হয় ‘সিমেট্রিক্যাল’ বা প্যালিনড্রোম৷ অর্থাৎ দু’দিক থেকেই সমান৷ সামনের দিক থেকে বা পিছন দিক থেকে, যেভাবেই দেখা যাক না কেন, এই তারিখের পরিবর্তন নেই৷ এই তারিখে মঙ্গলবার পড়ায়, সামাজিক মাধ্যমে দিনটিকে মজা করে বলা হচ্ছে ‘টুওসডে’ (Twosday)৷ অর্থাৎ ২২-২-২২ বা 22 -2-22 থেকে Tuesday-র পরিবর্তে Twosday৷ (Palindrome Date)
একই সারিতে সব ২, এরকম তারিখ আবার আসবে ২১২২ সালে৷ সময়যানে আরও এগিয়ে গেলে ২২২২ খ্রিস্টাব্দে ২ ফেব্রয়ারি হবে সম্পূর্ণ ‘২’ দিবস! জ্যোতিষ অনুযায়ী ২ সংখ্যার অর্থ হল দুই ব্যক্তির মধ্যে ঐক্য বা মিলন৷ অথবা দু’টি ধারণার মেলবন্ধন বলেও ধরে নেওয়া যায়৷
আরও পড়ুন : গলার প্ল্যাকার্ডে কিউআর কোড! ভিক্ষাজীবী ভিক্ষা নিচ্ছেন ডিজিটাল পথে
শেষ বার তারিখে প্যালিনড্রোম হয়েছিল ২০১১ সালের ১ জানুয়ারি৷ লেখা হয়েছিল ১-১১-১১৷ এর পর আবার ৩-এর প্যালিনড্রোম পাব ৩০৩৩ সালের ৩ মার্চ৷ লেখা হবে ৩-৩-৩৩৷ এ বারে গাণিতিক নিয়মে আসতেই থাকবে বিভন্ন সংখ্যার প্যালিনড্রোম তারিখ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়
জীবনে একবারই এরকম বিরল তারিখকে নানা ভাবে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা ধরনের কাজ করেন৷ সি সেকশনের ক্ষেত্রে অনেকেই সন্তানের জন্মের দিন নির্ধারণ করেন এমন একটি তারিখকে৷ আবার অনেকে নতুন জীবনও তাঁরা শুরু করেন এমন একটি তারিখেই৷ সেই ছবি ধরা পড়েছে এ বারও৷ জানা গিয়েছে, আজকের দিনে মালয়েশিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনেক জুটি৷ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা জীবনে জড়িয়ে নিতে চান সংখ্যাতত্বের মাহাত্ম্যকে৷
Location :
First Published :
February 22, 2022 3:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Palindrome Date: তারিখেই লুকিয়ে সংখ্যামাহাত্ম্য! সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা স্মরণীয় করে রাখতে চান এই মঙ্গলবারকে