Home /News /international /
Aardvark Calf Born: ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

Aardvark Calf Born: ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

Aardvark Calf Born

Aardvark Calf Born

Aardvark Calf Born: নাম ডবি হলেও সদ্যোজাতটি মেয়ে-শাবক৷ নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত চিড়িয়াখানার কর্মীরা

 • Share this:

  বিরল এক ঘটনায় ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানায় জন্ম হল আর্ডভার্ক শাবকের (Aardvark Calf Born)৷ গত ৯০ বছরে প্রথম বার স্তন্যপায়ী এই প্রাণী জন্ম নিল এই পশুশালায়৷ সদ্যোজাত শাবকটির নাম রাখা হয়েছে ‘ডবি’৷ হ্যারি পটারের গল্পে ‘ডবি’ চরিত্র হল ‘হাউস এল্ফ’৷ অর্থাৎ উইজার্ডদের পরিচারক৷ চেস্টার চিড়িয়াখানায় ভূমিষ্ঠ হওয়া শাবকটির নির্লোম কুঁচকে যাওয়া চেহারা এবং ঝোলা কানের জন্য এই নামকরণ৷ তবে নাম ডবি হলেও সদ্যোজাতটি মেয়ে-শাবক৷ নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত চিড়িয়াখানার কর্মীরা (UK Zoo)৷

  তাঁদের পাশাপাশি এই বিরল প্রাণীর জন্মে খুব খুশি হয়েছেন পরিবেশকর্মীরাও৷ সারা ইউরোপে সব পশুশালা মিলিয়ে মোট ৬৬ টি আর্ডভার্ক আছে বলে জানা গিয়েছে৷ মূলত আফ্রিকার সাহারা অঞ্চলের বাসিন্দা এই স্তন্যপায়ী প্রাণীর নামের অর্থ আফ্রিকান ভাষায় ‘মাটির শূকর’৷

  তীব্র ঘ্রাণশক্তি এবং তীক্ষ্ণ নাকের দ্বারা এই প্রাণীগুলি উইপোকা এবং পিঁপড়ের মতো ছোট প্রাণী শিকার করে৷ তাছাড়া তাদের আঠালো জিভের সাহায্যেও পোকামাকড় ধরতে সুবিধে হয়৷ তীক্ষ্ণ নখের সাহায্যে এরা সহজেই উইয়ের ঢিবি ভেঙে ফেলে৷

  আরও পড়ুন :  রান্নাঘরে এই জিনিসগুলি আছে তো! তাহলে কোলেস্টেরল নিয়ে দুশ্চিন্তা নেই

  চেস্টার চিড়িয়াখানায় আর্ডভার্ক শাবকের জন্মের পর প্রথম রাতে তাকে খাওয়ান কর্মীরা৷ ইনকিউবেটরে বিশেষ উত্তাপ, যত্ন ও নজরদারিতে তাকে রাখা হয়েছিল৷ বারে বারে তাকে পান করানো হয়েছে উষ্ণ দুধ৷ কারণ তার মা সে সময় কাছে ছিল না৷

  আরও পড়ুন : নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন

  আরও পড়ুন : যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে ছড়ায় সংক্রমণ, যন্ত্রণাময় অসুখ হার্পিস কেন হয়?

  চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, সদ্যোজাত অতিথি ভালই আছে৷ নিজেদের গর্তে মায়ের সঙ্গে দিব্যি আছে সে৷ ধীরে ধীরে গ্রন্থিত হচ্ছে মা ও শাবকের অমোঘ বন্ধন৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Aaardvark, Harry Potter

  পরবর্তী খবর