Symptoms of pregnancy : নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Symptoms of pregnancy : কী কী উপসর্গ সকলের মধ্যেই কমবেশি থাকে প্রেগন্যান্সিতে, আসুন দেখে নেওয়া যাক
সন্তানের জন্ম দেওয়া যে কোনও মহিলার জীবনে মাইলফলকসম ঘটনা৷ গর্ভধারণের পর্বে শরীর ও মনে একাধিক পরিবর্তন পরিলক্ষিত হয়৷ দীর্ঘ গর্ভকালীন অবস্থা ও প্রসবের য্ন্ত্রণা ম্লান হয়ে যায় সদ্যোজাতর কান্না শুনে৷ প্রেগন্যান্সির লক্ষণ এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়৷ এর জন্য শারীরিক নানা কারণ, শরীরের গঠন, ঋতুস্রাবের চক্র দায়ী থাকে৷ এক জন মহিলা একাধিকবার সন্তানধারণ করলে প্রতি বার একই লক্ষণ থাকতে নাও পারে৷ (Early symptoms of pregnancy) তবে কী কী উপসর্গ সকলের মধ্যেই কমবেশি থাকে প্রেগন্যান্সিতে, আসুন দেখে নেওয়া যাক-
পিরিয়ড মিস-
সন্তান ধারণের অন্যতম উপসর্গ হল পিরিয়ড মিস করা৷ তবে কিছু বিরল ক্ষেত্রে গর্ভসঞ্চারের পরও ঋতুস্রাব হতে পারে৷ পিরিয়ড বন্ধ হয়ে যায় কারণ নিষিক্ত হয়ে যাওয়ার কারণে ডিম্বাণু আর রক্তের মাধ্যমে নির্গত হয় না৷ গর্ভ সঞ্চারের প্রথম পর্যায়ে বিন্দু বিন্দু রক্ত দেখা যেতে পারে, কিন্তু পূর্ণ মাত্রায় ঋতুস্রাব হয় না৷
advertisement
advertisement
আরও পড়ুন : যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে ছড়ায় সংক্রমণ, যন্ত্রণাময় অসুখ হার্পিস কেন হয়?
মর্নিং সিকনেস-
অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে একাধিক হরমোনগত পরিবর্তন দেখা দেয়৷ অধিকাংশ মহিলার প্রেগন্যান্সির প্রথম দিকে গা বমি বমি ভাব দেখা দেয়৷ পাশাপাশি খিদে চলে যায়৷ নামেই বোঝা যাচ্ছে এই উপসর্গ সকালবেলা দেখা দেয়৷ অনেক মহিলার আবার দিনভর এই সমস্যা সহ্য করতে হয়৷
advertisement
স্তনে পরিবর্তন-
গর্ভধারণ করলে পরিবর্তন আসে স্তনের আকারেও৷ অনেক সময় স্তন বড় হয়ে যায়৷ স্তনবৃন্ত ক্রমে গাঢ় হয়৷ কারণ স্তনে ক্রমে দুগ্ধ উৎপন্ন হওয়ার পদ্ধতি শুরু হয়েছে৷
আরও পড়ুন : সাদা বিকিনিতে নায়িকা যেন জলের মাঝে মৎস্যকন্যা
ঘন ঘন মূত্রত্যাগ-
প্রেগন্যান্সিতে বডি ফ্লুইড বেড়ে যায়৷ ফলে মূত্রের পরিমাণও বৃদ্ধি পায়৷ অন্তঃসত্ত্বা পর্বের প্রথম পর্বের অন্যতম লক্ষণ হল ঘন ঘন মূত্রত্যাগ৷
advertisement
আরও পড়ুন : ফ্লোরাল স্যুটের ফাঁকে বক্ষবিভাজিকা, আবেদনে অপ্রতিরোধ্য পূজাকন্যার লাস্য দেখুন ছবিতে
খাবারের প্রতি আকর্ষণ-
গর্ভসঞ্চারের প্রথম পর্বে খাবারের প্রতি আকর্ষণ এবং মুড স্যুইং বেড়ে যায়৷ এর পিছনে কারণ হল হরমোনাল ডিসব্যালান্স এবং শরীরে সেই মুহূর্তের অত্যধিক পুষ্টিচাহিদা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 3:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Symptoms of pregnancy : নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন