ছুটি কাটানোর গন্তব্য হিসেবে তারকাদের পছন্দের শীর্ষে মলদ্বীপ৷ সেই তালিকায় এ বার আমায়রা দস্তুর-ও৷(Amyra Dastur) সাদা বিকিনিতে আমায়রার টোনড শরীর উত্তাপ ছড়াচ্ছে নেট মাধ্যমে৷ হিন্দি ও দক্ষিণী ছবির এই নায়িকা মলদ্বপে সৈকত থেকে শেয়ার করেছেন দুরন্ত ছবি, যা বাজিমাত করেছে নেটিজেন মহলে৷ সমুদ্রে সূর্যাস্তের অস্তরাগে আমায়রার স্বল্পবাস শরীর মিলেমিশে একাকার৷ স্বচ্ছ আকাশ আর কাচের মতো সমুদ্র মিশেছে দিগন্তে৷ সাদা বিকিনিতে আমায়রা যেন মৎস্যকন্যা৷ গোলাপি বিকিনির উপর কালো স্বচ্ছ পোশাক৷ টুপিতে মুখ ঢাকলেও শরীরী বিভঙ্গ স্পষ্ট৷ সুইমিং পুলে সাদা বিকিনিতেই প্রাতরাশ সারছেন সুন্দরী৷ কেতাদুরস্ত মোনোকিনি এবং বাহারি টুপিতে ছুটির মেজাজে আমায়রা৷ ছুটির আমেজ পুরোপুরি উপভোগ করতে চলল সৈকতে সাইকেল চালানোও৷ সূর্যাস্তের আলোয় আমায়রা যেন নীলিমায় নীল৷