Mother kills Children: স্বামীর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া, ৩ সন্তানকে কুয়োয় ছুঁড়ে দিল মা! তারপর যা হল...

Last Updated:

Mother kills Children: সন্তানদের হত্যার পর তাদের মা ঘটনাটিকে ভিন্নভাবে সাজাতে চেয়েছিল। সে তার স্বামীকে জানায় যে, বাচ্চারা নিখোঁজ। এরপর স্বামী পুলিশের কাছে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন...

স্বামীর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া, ৩ সন্তানকে কুয়োয় ছুঁড়ে দিল মা! তারপর যা হল...
স্বামীর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া, ৩ সন্তানকে কুয়োয় ছুঁড়ে দিল মা! তারপর যা হল...
সমষ্টিপুর: বিহারের সমষ্টিপুর জেলার চকমেহসি থানার অন্তর্গত মালীনগর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশের মতে, স্বামীর সঙ্গে তীব্র ঝগড়ার পর মা তার তিন সন্তানকে হত্যা করেন।
৩৬ বছর বয়সী সীমা দেবী প্রথমে তার সন্তানদের—তারুণ (৬), তানিয়া (৪) এবং তানিষ্ক (২)—কে মারধর করেন। এরপর তাদের একে একে কুয়োর প্ল্যাটফর্ম থেকে ফেলে দেন।
advertisement
এই নির্মম ঘটনার কী কারণ? জানা গিয়েছে, সীমা দেবীর সঙ্গে তার স্বামী চন্দন মহাত্থার তীব্র বাদানুবাদ হয়। এরপর তিনি স্বামীকে জানান যে তাদের সন্তানরা নিখোঁজ। চন্দন মহাত্থা তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
advertisement
অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং শিশুদের মরদেহ তাদের বাড়ির কাছের এক কুয়ো থেকে উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে পুলিশ জানায়, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত চলাকালীন সীমা দেবী তার অপরাধ স্বীকার করেন। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”
advertisement
ময়নাতদন্তের পর শিশুদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ শিশুদের বাবার বিবৃতি রেকর্ড করে এফআইআর দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের সময় মা তার অপরাধের কথা স্বীকার করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mother kills Children: স্বামীর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া, ৩ সন্তানকে কুয়োয় ছুঁড়ে দিল মা! তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement