Narendra Modi: সন্ধ‍্যায় শপথ গ্রহণ, নয়া মোদি সরকারের মন্ত্রিসভায় থাকছেন কারা? এনডিএ শরিকদের মধ‍্যে কারা পেলেন স্থান?

Last Updated:

Narendra Modi: তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার মোদির শপথ গ্রহণ করবেন মোদি। সন্ধ‍্যায় শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদি গেলেন রাজঘাটে

সন্ধ‍্যায় শপথ গ্রহণ, নয়া মোদি সরকারের মন্ত্রিসভায় থাকছেন কারা? এনডিএ শরিকদের মধ‍্যে কারা পেলেন স্থান?
সন্ধ‍্যায় শপথ গ্রহণ, নয়া মোদি সরকারের মন্ত্রিসভায় থাকছেন কারা? এনডিএ শরিকদের মধ‍্যে কারা পেলেন স্থান?
নয়াদিল্লি: তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার মোদির শপথ গ্রহণ করবেন মোদি। সন্ধ‍্যায় শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদি গেলেন রাজঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ ‘সদৈব অটল’-এর কাছেও।
লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ‍্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি। তাই সরকার গড়তে এনডিএ শরিকদের দলগুলির মুখাপেক্ষী মোদি বিজেপি শীর্ষ নেতৃত্ব।
রবিবার সাড়ে এগারোটায় চা চক্রের নিমন্ত্রণ দেওয়া হয়েছে প্রধাণমন্ত্রীর বাড়িতে। হবু মন্ত্রীদের নিয়ে চা চক্রের যোগ দেবেন মোদী। কারা স্থান পেতে চলেছেন মোদি সরকারের নতুন মন্ত্রীসভায়? নীচে দেওয়া হল তালিকা।
advertisement
advertisement
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন
অমিত শাহ
রাজনাথ সিং
নীতিন গডকরি
অর্জুনরাম মেঘওয়াল
প্রহ্লাদ যোশী
পীযূষ গোয়েল
শিবরাজ সিং চৌহান
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
সর্বানন্দ সোনোওয়াল
কুমারস্বামী(JD(S)
রাম মোহন নাইডু(TDP)
চন্দ্রশেখর পেম্মাসামি(TDP)
রামনাথ ঠাকুর(JD(U))
জয়ন্ত চোধুরি (RLD)
চিরাগ পাসওয়ান(LJP)
জিতনরাম মাঝি(HAM)
অনুপ্রিয়া প্যাটেল(Apna Dal)
পবন কল্যাণ(Janasena party)
advertisement
মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক দেশের প্রধান। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। মরিশাস এবং মলদ্বীপের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ‍্যা ৭.১৫ মিনিটে শপথ নেবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা এনডিএ শরিকদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: সন্ধ‍্যায় শপথ গ্রহণ, নয়া মোদি সরকারের মন্ত্রিসভায় থাকছেন কারা? এনডিএ শরিকদের মধ‍্যে কারা পেলেন স্থান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement