JEE Advanced Result 2024: রবিবার ফলপ্রকাশ JEE Advanced 2024 পরীক্ষার! কখন দেখা যাবে? কীভাবে চেক করবেন? জেনে নিন বিশদে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
JEE Advanced Result 2024: ৯ জুন রবিবার ফলপ্রকাশ হবে জেইই অ্যাডভান্সড (JEE Advanced 2024) পরীক্ষার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হল ফল প্রকাশের সময়। ফলাফলের সঙ্গেই প্রকাশ করা হবে উত্তরপত্রও।
৯ জুন রবিবার ফলপ্রকাশ হবে জেইই অ্যাডভান্সড (JEE Advanced 2024) পরীক্ষার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)-এর পক্ষ থেকে ঘোষণা করা হল ফল প্রকাশের সময়। ফলাফলের সঙ্গেই প্রকাশ করা হবে উত্তরপত্রও।
আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে জানান হয়েছে রবিবার বেলা ১০ টা নাগাদ ফল প্রকাশ করা হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা jeeadv.ac.in-এই অফিসিয়াল সাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। আইআইটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ নির্ভর করছে JEE Advanced-এর ফলাফলের উপর।
advertisement
advertisement
কীভাবে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা
১. জেইই-এর অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in -এ যান।
২.“JEE Advanced Result 2024.”-এর লিঙ্কে যান
৩.রোল নম্বর, জন্ম সালও তারিখ এবং ফোন নম্বর দিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করতে হবে
৪. এবার সাবমিট বোতাম চেপে দিন।
৫.স্ক্রিনে ভেসে উঠবে JEE Advanced 2024-এর ফলাফল।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 9:57 AM IST