হায়দরাবাদ: কোঠা তেলঙ্গানা চরিত্র বৃন্দমের গবেষকরা সাক্ষী হলেন এক সাড়া ফেলে দেওয়া আবিষ্কারের৷ তেলেঙ্গানার কুমরামভীম-আসিফাবাদ জেলার কেরামেরি মণ্ডলের বোরিলালগুড়া গ্রামের উপকণ্ঠে কৃষিক্ষেত্রে চলছিল তাঁদের অনুসন্ধান৷ সে সময় একটি ফসিল আবিষ্কৃত হয়৷ পরীক্ষার পর জানা গিয়েছে, জীবাশ্মটি সাড়ে ৬ কোটি বছরেরও বেশি পুরনো, আপার মিয়াস্ত্রিশিয়ান যুগের৷(fossils discovered in Telengana)
অনুসন্ধানকারীদের মধ্যে ছিলেন এ করুণাকর (A Karunakar), বিভি ভদ্র গিরীশ (BV Bhadra Girish), এস বেণুগোপালচারুলু (S Venugopalacharyulu) এবং কেরামেরির বাসিন্দা তিরুগেথে (Tirugeethe) । জিএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল সিএইচ বেণুগোপাল রাও (Ch Venu Gopala Rao) জীবাশ্মগুলি পরীক্ষা করেছেন৷
আরও পড়ুন : গর্ভস্থ শিশুর কথা ভেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফলটি নিয়মিত খান
জীবাশ্মটি পর্যবেক্ষণের পর গবেষক এ করুণাকরের ধারণা, এটি প্রাগৈতিহাসিক শামুকের (Unio) কোনও অজ্ঞাতপরিচয় প্রজাতি৷ তিনি আরও জানান যে, “যেখানে এই জীবাশ্ম পাওয়া গিয়েছে, সেই এলাকাটি জীবাশ্মে সমৃদ্ধ বলে মনে হচ্ছে এবং আমরা চাইছি এই অঞ্চলটিতে আরও গবেষণা করা হোক। অন্যান্য মাইক্রো ফসিল, সম্ভবত অস্ট্রাকোডস এবং ক্যারোফাইটস সেখানে আরও থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। ওই স্থানের জীবাশ্মগুলি আপার মিয়াস্ত্রিশিয়ান যুগের (৬.৬ কোটি বছর আগে) হতে পারে।"
আরও পড়ুন : সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল
আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
গবেষক তথা অনুসন্ধানকারীরা বিস্তীর্ণ এই অঞ্চলে কোয়ার্টজসমৃদ্ধ পাথরের টুকরো আরও পেয়েছেন যাতে জীবাশ্মের অংশ রয়েছে৷ সি এইচ বেণু গোপাল রাও, অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল, জিএসআই, যিনি জীবাশ্মগুলি পরীক্ষা করেছেন, তিনি সেগুলিকে সিলিসিফায়েড গ্যাস্ট্রোপডস এবং পেলিসিপডস হিসেবে চিহ্নিত করেন৷ যা জায়গায় জায়গায় আংশিকভাবে উন্মুক্ত এবং ড্রুজি কোয়ার্টজে ভরা। তেলেঙ্গানায় জীবাশ্ম আবিষ্কারের এই ঘটনায় উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।