Mouni Roy’s Griha Pravesh: সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mouni Roy’s Griha Pravesh: গৃহপ্রবেশ উপলক্ষেও মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তাঁর সৌন্দর্য ও সারল্য যেন বাধ্য করে আবার প্রেমে পড়তে৷
বেঙ্গালুরু : অভিনেত্রী মৌনী রায়ের জমকালো বিয়ের আসর নজর কেড়েছিল নেটিজেনদের৷ বিয়ের আসরের সজ্জা থেকে অতিথিদের তালিকা, বিশেষত মৌনীর নিজের সাজ হয়ে উঠেছিল চর্চার বিষয়৷ একে অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুরজ নাম্বিয়ার ও মৌনী বিবাহের শপথ নিয়েছেন মালয়লি ও বাংলা দুই রীতিতেই৷(Mouni Roy at her Griha Pravesh ceremony)
বিয়ের পর সুরজ ও মৌন মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীরের গুলমার্গে৷ মুম্বইয়ে কিছু দিন কাটানোর পর এ বার মৌনীর গৃহপ্রবেশের পালা৷ বিয়ের পর গৃহপ্রবেশ উপলক্ষেও মৌনীর পরনের শাড়ি ও অলঙ্কার কেড়ে নিয়েছে নেটিজেনদের মন৷ তাঁর সৌন্দর্য ও সারল্য যেন বাধ্য করে আবার প্রেমে পড়তে৷
বেঙ্গালুরুতে গৃহপ্রবেশের পুজোয় জমকালো লাল বেনারসিতে সেজেছিলেন মৌনী৷ সঙ্গে ছিল টেম্পল জুয়েলারি৷ অলঙ্কার বিশেষজ্ঞ চৈতন্য ভি কোঠা সাহায্য করেছেন মৌনীকে অলঙ্কার বেছে নিতে৷ অলঙ্কার সম্বন্ধে মৌনী সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই কণ্ঠভূষণের বিশেষত্ব আছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে
কণ্ঠহারের ঠিক মাঝখানে নববিবাহিত দম্পতির মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে কারুকাজে৷ তাঁদের ঘিরে আছে একজোড়া ময়ূর৷ ভারী কণ্ঠহারের সঙ্গে মৌনীর কানের দুলও নজরকাড়া৷ অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, মৌনীর অলঙ্কার-পছন্দ বেশ অন্যরকমের৷ তাঁর পছন্দ অপছন্দের সঙ্গে তাল মিলিয়েই অলঙ্কার তৈরি করা হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
এর আগে তাঁর দক্ষিণ ভারতীয় ঘরানায় বিয়ের সময় মৌনী সেজেছিলেন সোনার টেম্পল জুয়েলারিতে৷ তাঁর চোকার, লম্বা হার, মাথাপাটি, ঝুমকো, কড়া, কোমরবন্ধ-সহ সব স্বর্ণালঙ্কার আদায় করে নিয়েছিলেন অনুরাগী ও অনুরাগিণীদের মুগ্ধতা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 10:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy’s Griha Pravesh: সোনার কণ্ঠহারে নবদম্পতিকে ঘিরে একজোড়া ময়ূর, গৃহপ্রবেশে মৌনীর বেনারসি-সাজ নজর কাড়ল