First menstrual cycle : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
First menstrual cycle : য় না পাইয়ে দিয়ে গল্পচ্ছলে মেয়েকে বুঝিয়ে বলুন এই পরিবর্তন নিয়ে৷ যাতে কোনও রহস্য ওর মনে জমাট না বাঁধে৷ উৎসাহী করে তুলুন যোগাভ্যাস নিয়েও৷
বয়স বারো বছরের কাছে পৌঁছলে সাধারণত মেয়েদের পিরিয়ডস শুরু হয় (first menstrual cycle)৷ দু’ এক বছর কমবেশিও হয়তো হতে পারে৷ এই বয়ঃসন্ধিতেই দেখা দেয় ব্রেস্ট বাডস এবং পিউবিক হেয়ার৷ আন্ডারআর্মস হেয়ার অবশ্য দেখা দেয় ৬ মাস থেকে ২ বছর আগেই৷
আপনার কন্যাসন্তানের মধ্যে এই পরিবর্তনগুলি দেখা দিলেই সতর্ক হোন৷ ভয় না পাইয়ে দিয়ে গল্পচ্ছলে মেয়েকে বুঝিয়ে বলুন এই পরিবর্তন নিয়ে৷ যাতে কোনও রহস্য ওর মনে জমাট না বাঁধে৷ উৎসাহী করে তুলুন যোগাভ্যাস নিয়েও৷ দেখুন যাতে যতটা সম্ভব স্বাস্থ্যকর জীবনযাত্রার মধ্যে দিয়ে ও এগোতে পারে৷ তাহলে এই সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবে আপনার কন্যাসন্তান৷
advertisement
আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব
আপনার কন্যাসন্তানের প্রথম বার পিরিয়ড শুরু হলে কোন কোন দিকে খেয়াল দেবেন এক বার দেখে নিন-
advertisement
১. হাল্কা যোগাভ্যাস, স্ট্রেচিং, ব্যায়ামের চর্চা থাকলে পিরিয়ডের যন্ত্রণায় কষ্ট পেতে হবে না
২. প্রথম প্রথম পিরিয়ডের সময় ঘুম ঘুম ভাব, তীব্র পেট যন্ত্রণাও স্বাভাবিক৷ তবে বেশি বাড়াবাড়ি হলে, সন্তানের সহ্যসীমা পেরিয়ে গেলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
advertisement
৩. কিশোরী কন্যার মুড স্যুইং হলেও ওর পাশে থাকুন৷ ধৈর্য নিয়ে ওর কথা শুনুন৷ ঋতুস্রাব চক্র শুরু হলে শরীরে হরমোনাল সমস্যা হয় অনেকটাই৷ তাই প্রথম প্রথম মানিয়ে নিতে বেশ কষ্টই হয়৷
আরও পড়ুন : দেখতে কালো এই খাবারগুলি শরীরকে ভাল রাখে
৪. ঋতুস্রাবের মধ্যে ক্যাফেইন বা জাঙ্কফুড না খাওয়াই ভাল৷
advertisement
৫. অনিয়মিত ঋতুস্রাব বা অল্প পরিমাণে ঋতুস্রাবকে কোনও সময় হাল্কাভাবে নেবেন না৷ কারণ এই উপসর্গগুলির পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও অসুখের ইঙ্গিত৷
৬. হট ওয়াটার ব্যাগ বা গরম জলের বোতল পেটের উপর সহনীয় উষ্ণতায় রাখলে ক্র্যাম্পের সমস্যায় আরাম পাওয়া যাবে৷
আরও পড়ুন : মরশুমি রোগবালাইয়ের দিকেও বসন্ত হল ঋতুরাজ, সুস্থ থাকতে এভাবেই করুন খাওয়াদাওয়া
৭. ঈষদু্ষ্ণ জলে স্নান করলে এবং ঈষদুষ্ণ জল পান করলে পেটের ক্র্যাম্প ও ক্লান্তি দূর হবে৷
advertisement
৮, পর্যাপ্ত ঘুম ও শারীরিক বিশ্রাম যেন সন্তানের রুটিনে থাকে, নজর রাখতে হবে সেদিকেও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 9:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
First menstrual cycle : আপনার কিশোরী কন্যার প্রথম বার ঋতুস্রাব হয়েছে? শারীরিক ও মানসিকভাবে ওকে ভাল রাখতে নজর দিন এই বিষয়গুলিতে