ভ্রুয়ের সৌন্দর্যের উপর নির্ভর করে মুখমণ্ডলের সৌন্দর্য৷ প্লাক করা সরু ভুরু নয়৷ এখন ফ্যাশনদুরস্ত হল মোটা ভ্রুযুগল৷ কাজল বা আইব্রো পেন্সিল দিয়ে যতই আঁকুন না কেন, স্বাভাবিকভাবে মোটা ভ্রু থাকার সুবিধেই আলাদা৷ দীর্ঘ দিন ধরে প্লাকিং, থ্রেডিং, ওয়্যা্ক্সিং, লেসার ট্রিটমেন্টের ফলে ভ্রুযুগল পাতলা হয়ে আসে৷ দু’টি ভুরু ফের মোটা করে তোলার জন্য রইল কিছু ঘরোয়া সমাধান৷(Home remedies to thicken your eyebrows)