Baby Born Under Cellphone Light: ৮ ঘণ্টা বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের ফ্ল্যাশের আলোয় জন্ম নিল শিশু!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Baby Born Under Mobile Flash in AP: সুকন্যার স্বামীকে যত বেশি সম্ভব সেলফোন, মোমবাতি এবং টর্চলাইটের ব্যবস্থা করতে নির্দেশ দেন নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীরা।
Baby Born Under Cellphone Light: প্রসব বেদনা উঠেছিল সুকন্যার (নাম পরিবর্তিত)। হাসপাতালে গিয়ে যখন পৌঁছন, সন্ধ্যা নেমে গিয়েছে। হাসপাতাল অন্ধকার। কোনও বিদ্যুৎ সরবরাহ নেই সারা হাসপাতাল জুড়ে। এমনকি নেই কোনও জেনারেটারও! কী হবে তাহলে? সুকন্যার স্বামীকে যত বেশি সম্ভব সেলফোন, মোমবাতি এবং টর্চলাইটের ব্যবস্থা করতে নির্দেশ দেন নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নরসিপত্তনমের এনটিআর হাসপাতালে। “আমি কীভাবে এসব জোগাড় করব? এই ভর সন্ধ্যায় হাসপাতালে এই সব ব্যবস্থা কীভাবে করব? শুধু আমার স্ত্রী নয়, অন্য মহিলারাও ছিলেন। সবাই কষ্ট পাচ্ছিলেন, রীতিমতো ভয়ের অবস্থা। আমি সত্যিই ভয় পেয়েছিলাম যে আমার স্ত্রী এবং শিশুর কী হবে!” বলেন সুকন্যার স্বামী।
তবে, কোনও জটিলতা ছাড়াই সুন্দরভাবে জন্মগ্রহণ করেছে ওই শিশুটি। নবজাতকের ঠাকুমার আতঙ্ক অবশ্য কাটেনি। তাঁর ঘোর সংশয়, “অন্ধকারে কীভাবে বাচ্চার ডেলিভারি হয়? যদি কোনও জটিলতা হয় এবং কিছু ভুল হয়ে যায়?” এই প্রশ্নই করা হলে নার্সরা জানান, জেনারেটর মেরামত করতে দেওয়া হয়েছে তাই জরুরি আলো জ্বালানো সম্ভব হচ্ছে না। “ওয়ার্ডের ভিতরটা মহিলাদের এবং সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য নরক। এখানে অন্ধকার, সেখানে মশা, এবং ততটাই গরম। হাসপাতাল থেকে আমাদের কি এটাই আশা করা উচিত?” প্রশ্ন তোলেন অন্য এক মহিলা। রাজ্যের অনেক অংশই সেদিন বিদ্যুৎহীন ভাবে কাটিয়েছে।
advertisement
advertisement
Baby born using cell phone light, candles & torch (attendants were asked to arrange) as there was no power supply for several hours & generator was not working at NTR govt Hosp #Anakapalle #Narsipatnam #AndhraPradesh; 'hell inside for pregnant women, baby n moms' @ndtv @ndtvindia pic.twitter.com/9nr1EGMtbr
— Uma Sudhir (@umasudhir) April 8, 2022
advertisement
পিজি জাঙ্গারেড্ডিগুডেম এলাকার হাসপাতালেও রোগীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। জেনারেটরে ডিজেল নেই বলে দাবি করেন কর্মীরা। প্রায় সারা রাত অন্ধকারে ছিল হাসপাতাল। জাঙ্গারেডিগুডেমের সরকারি হাসপাতালের একটি ভিডিওতেও দেখা গিয়েছে রোগী ও পরিচারিকারা ওয়ার্ডের ভেতরে সম্পূর্ণ অন্ধকারে, সেলফোনের আলো ব্যবহার করে চলাফেরা করছেন।
advertisement
ক্রমবর্ধমান চাহিদার কারণে ৫০ শতাংশ পাওয়ার কাটের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের বিদ্যুৎ বিভাগ। কিন্তু প্রচণ্ড গরমে রাজ্যের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় পাঁচ লাখ ইউনিট বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বিরোধী তেলগু দেশম পার্টি (টিডিপি) জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনেছে। গত মাসেই, অন্ধ্রপ্রদেশ ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (ইআরসি) রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 2:35 PM IST