Ranbir Alia Wedding: ঋষি কাপুর নীতু সিংয়ের বিয়েকেই অনুসরণ, গুরুদ্বারে লঙ্গর খাওয়াবেন রণবীর আলিয়া

Last Updated:

Ranbir Alia Punjabi Wedding: যখন ঋষি কাপুর এবং নীতু সিং বিয়ে করেছিলেন তখনও একটি গুরুদ্বারে তাঁদের নামে একই রকমের লঙ্গর দেওয়া হয়েছিল।

Ranbir Alia Wedding: পরের সপ্তাহেই বিয়ের মণ্ডপে বসছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট! বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেমের পর অবশেষে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। বিয়ের আয়োজন হবে মুম্বইয়েই। রণবীর ও আলিয়ার বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। সূত্রের খবর, সাধারণ পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। ১৩ এপ্রিল থেকে শুরু হবে প্রাক বিবাহ উত্সব।
এই বছরের সবচেয়ে বড় বিয়ে সম্পর্কে অন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানা গিয়েছে। সকলেরই জানা, রণবীর তাঁর বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরের খুব স্নেহের। বাবা মায়ের পদাঙ্কই অনুসরণ করছেন রণবীর। বাবা মায়ের বিয়ের সময় যা যা হয়েছিল সেই একই আচার অনুষ্ঠান মেনে বিয়ে করবেন রণবীর।
advertisement
advertisement
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, রণবীর এবং আলিয়া এক গুরুদ্বারে লঙ্গর বসাবেন ঠিক যেমনটি ঋষি কাপুর এবং নীতু তাঁদের বিয়ের সময় করেছিলেন। সূত্রের খবর, “রণবীর এবং আলিয়া ঐতিহ্য মেনেই পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন। পাঞ্জাবি বিয়ের আচারের অংশ হিসাবেই এই দম্পতি মুম্বইয়ের জুহু এবং বান্দ্রার মধ্যে অবস্থিত গুরুদ্বারে লঙ্গর বসাবেন।”
“যখন ঋষি কাপুর এবং নীতু সিং বিয়ে করেছিলেন তখনও একটি গুরুদ্বারে তাঁদের নামে একই রকমের লঙ্গর দেওয়া হয়েছিল। গুরুদ্বারে শারীরিকভাবে উপস্থিত থাকবেন না রণবীর ও আলিয়া। বিবাহিত দম্পতির পক্ষ থেকে সেখানে পরিবেশন এবং প্রার্থনা করা হবে,” জানিয়েছে ওই ঘনিষ্ঠ সূত্র।
advertisement
রণবীর এবং আলিয়া তাঁদের বিয়ের পরিকল্পনা অত্যন্ত গোপনই রেখেছেন। বিয়ের সঙ্গে জড়িত সকলকে এই বিয়ের গোপনীয়তা বজায় রাখার জন্য একটি বিশেষ চুক্তিতে সইও করিয়ে নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, রণবীর ও আলিয়ার অনুমতি ছাড়া বিয়ে বিষয়ে কোনও কথা বা অনুষ্ঠানের কোনও ছবি প্রকাশ করা যাবে না।
advertisement
রিল থেকে রিয়েলে আসা এই তারকা যুগলকে প্রথম অন-স্ক্রিন কাপল হিসেবে দেখা যাবে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ব্রহ্মাস্ত্রে। অয়ন মুখার্জি পরিচালিত পৌরাণিক এবং বিজ্ঞানের কল্পকাহিনির উপর নির্মিত সুপারহিরোর চলচ্চিত্রে এছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Alia Wedding: ঋষি কাপুর নীতু সিংয়ের বিয়েকেই অনুসরণ, গুরুদ্বারে লঙ্গর খাওয়াবেন রণবীর আলিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement