Viral Photo of Alia Bhatt And Ranbir Kapoor Wedding: সবাইকে তাজ্জব করে আগেভাগেই বিয়ে সারলেন রণবীর আলিয়া? ভাইরাল হল বিয়ের এই ছবি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Alia Bhatt And Ranbir Kapoor Wedding: এপ্রিলের ১৭ তারিখে বিয়ে হওয়ার কথা এই তারকা যুগলের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিয়ের ছবি।
Viral Photo of Alia Bhatt And Ranbir Kapoor Wedding: সবাইকে বোকা বানিয়ে কি আগেভাগেই বিয়ে সেরে ফেললেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর? এপ্রিলের ১৭ তারিখে বিয়ে হওয়ার কথা এই তারকা যুগলের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিয়ের ছবি। আলিয়া এবং রণবীরের বিয়ের উত্সব শুরু হবে ১৪ এপ্রিল থেকে। ১৭ এপ্রিল বসবে বিয়ের আসর, এমনটাই জানিয়েছিল বেশ কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন। তবে Netflix India আগেভাগেই বিয়ের ছবি প্রকাশ করে ফেলে শোরগোল ফেলে দিয়েছে। বিয়ের একটি মিম প্রচণ্ড ভাইরাল। আলিয়া এবং রণবীরকে তাঁদের দু’টি পৃথক চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বিয়ের দৃশ্যে দেখা গিয়েছে, কিন্তু এডিট করে তা জুড়ে দেওয়া হয়েছে।
আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে তৈরি মিমের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ এবং ফটো রয়েছে যাতে এডিট করে দু’জনের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। বর এবং কনে হিসাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একটি এডিটেড ছবি শেয়ার করেছেন এক অনুরাগী।
advertisement
advertisement
advertisement
একজন অনুরাগী আবার সোশ্যাল মিডিয়ায় রণবীর এবং আলিয়ার এডিটেড ছবি ট্যুইট করে লিখেছেন, “এই সব এডিটিং ১৭ এপ্রিলের পরে বন্ধ হয়ে যাবে।” দম্পতির বিয়ের জন্য অনেকে আবার অভিনন্দনও জানিয়েছেন।
Oh sorry 🤧😅 But I really can't stop myself from doing it 😭❤️@aliaa08 #RanbirKapoor #RanbirAliaWedding #RanbirAlia #RanLia pic.twitter.com/zTPFXmNcxX
— BEING ALIANATOR (@Aliaforlifelive) April 5, 2022
advertisement
these edits will stop after april 17th 😭🤲 #AliaBhatt #RanbirKapoor #RanbirAliaWedding pic.twitter.com/plWNLvLprj
— LadkiWale (@aliaa_ily) April 6, 2022
Alia and Ranbir are getting married on 17Th April as sources😍💃 I am so happy 💕 Aloo ki Shadi 😘😘😘#AliaBhatt#RanbirKapoor #RanbirAliaWedding pic.twitter.com/iNg228ARk5
— LadkiWale (@aliaa_ily) April 4, 2022
advertisement
These two 🥹❤#RanbirAliaWeddingpic.twitter.com/mwpBY2vpRb
— 💬 (@Ranbirliciouss_) April 6, 2022
বিয়ের জ্বরে শুধু রণবীর আলিয়া কাবু নন, আচ্ছন্ন তাঁদের অনুরাগীরাও। হার্টথ্রব রণবীর কাপুরের অনুরাগীরা বিয়ের খবর শুনে ভাঙা মন নিয়ে সোশ্যালে বিলাপ করছেন। এমনই একজন ভক্ত শেহনাজ গিলের বিগ বস ১৩-এর সংলাপ ‘ক্যায়া করু ম্যায় মর যাউ’ শেয়ার করে ট্যুইট করেছেন, “আরও একজন ব্যাচেলর ফাঁদে পড়েছে..”
advertisement
One more Bachelor gone into trap.. Heartbreaking💔💔💔 #RanbirKapoor #RanbirAliaWedding Girls be like:- pic.twitter.com/FYXpfsXeae
— Aisha Dar (@AishaDar19) April 6, 2022
রণবীরের কাকা রণধীর কাপুর জানিয়েছেন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর মুম্বইতে আরকে পরিবারের বাড়িতেই বিয়ে করবেন। অন্যদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমাতে একসঙ্গে দেখা যাবে। সেপ্টেম্বরে মুক্তি পাবে এই চলচ্চিত্র। এটিই রণবীর এবং আলিয়ার প্রথম একসঙ্গে করা কোনও সিনেমা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 1:11 PM IST