Ranbir Kapoor Alia Bhatt Marriage: নিজের ব্যাচেলর ট্রিপ-এ কোন ৩ বলি তারকাকে চান রণবীর কাপুর? পড়ুন

Last Updated:

রণবীর আলিয়ার বিয়ের তারিখ নিয়ে নানা মুণির নানা মত! কেউ বলছেন, ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন কপোত-কপোতি। কেউ আবার বলছেন ১৪ এপ্রিল সেই শুভ দিন। তবে, এটুকু নিশ্চিত, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

#মুম্বই: বলিউডে এখন সবথেকে চর্চিত ইস্যু রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ে! যদিও এখনও বিয়ের তারিখ নিশ্চিত নয়, তবে এপ্রিলের মাঝেই সাতপাকা বাঁধা পড়বেন 'রালিয়া'! রণবীর-আলিয়ার ব্যাচেলর পার্টি নিয়েও জল্পনা-কল্পনার কমতি নেই! কিন্তু জানেন কী, বহু আগেই, ২০১৬ সালে রণবীর কাপুর ঠিক করে রেখেছিলেন তাঁর ব্যাচেলর পার্টিতে কে-কে যাবেন! তখন আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত পর্যন্ত হয়নি!
২০১৬ সালের নভেম্বর মাসে 'সামশেরা' তারকা হাজির হয়েছিলেন করণ জোহরের শো 'কফি উইথ করণ'-এ! ছিলেন ইন্ডাস্ট্রির আরেক রণবীর, রণবীর সিং-ও! সেখানেই বলিউডের 'চকোলেট বয়' রণবীর কাপুর জানান, তিনি যখন বিয়ে করবেন, ব্যাচেলর ট্রিপে সঙ্গে করে নেবেন ইন্ডাস্ট্রির ৩ তারকাকে! তাঁরা কারা ? শাহরুখ খান, সৈফ আলি খান ও অদিত্য রয় কাপুর। সেই সময় রণবীরের এই উত্তরে 'বাজিরাও মস্তানি' অভিনেতা ঠাট্টা করে বলেছিলেন, '' আমায় ব্যাচেলর পার্টিতে ডাকবে না? আমি আর এই শোয়ে আসব না! তোমার সঙ্গে তো না-ই!''
advertisement
advertisement
এ তো গেল রণবীর কাপুরের ভাবনা, ২০১৬ সালের! তখনও তাঁর বিয়ের কোনও পরিকল্পনা ছিল না! আলিয়া-ও তাঁর জীবনে আসেননি! কিন্তু এখন, তিনি হবু বিয়ের পাত্র! আর কিছুদিনের মধ্যেই বাজবে বিয়ের সানাই! এবার আর প্ল্যানিং স্তরে নয়, সত্যিই আর কিছুদিনের মধ্যে ধুমধাম করে হবে রণবীর কাপুর-আলিয়া ভাটের ব্যাচেলর পার্টি! সেই পার্টিতে কি আমন্ত্রিত হবেন শাহরুখ, সৈফ আর আদিত্য রয় কাপুর? দুই খানের কথা জানা না গেলেও, রণবীর-আলিয়ার ব্যাচেলর পার্টিতে নিমন্ত্রিত আদিত্য রয় কাপুর!
advertisement
সম্প্রতি প্রকাশ্যে এসে রণবীর কাপুরের ব্যাচেলর পার্টির আমন্ত্রিতদের লম্বা তালিকা। সেই তালিকায় অভিনেতা আদিত্য রয় কাপুরের পাশাপাশি রয়েছেন  অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, নিজের বাড়িতেই ব্যালেচর পার্টির আয়োজন করেছেন রণবীর। এই তিনজন ছাড়াও থাকবেন রণবীরের ইন্ডাস্ট্রির কিছু বন্ধু ও ছোটবেলার বন্ধুরা।
advertisement
রণবীর আলিয়ার বিয়ের তারিখ নিয়ে নানা মুণির নানা মত! কেউ বলছেন, ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন কপোত-কপোতি। কেউ আবার বলছেন ১৪ এপ্রিল সেই শুভ দিন। তবে, এটুকু নিশ্চিত, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই বিয়ে করছেন রণবীর-আলিয়া। বাবা-মার মতো চেম্বুরের আর কে হাউজেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর। জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতার-রা। আলিয়ার দিদা এন রাজদানের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর শেষ ইচ্ছে আলিয়ার বিয়ে দেখার। সে কথা মাথায় রেখেই ঠিক হয়েছে বিয়ের দিন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt Marriage: নিজের ব্যাচেলর ট্রিপ-এ কোন ৩ বলি তারকাকে চান রণবীর কাপুর? পড়ুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement