Jharkhand horror: ধর্ষণ করে লিভ ইন সঙ্গীকে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে এল কসাই! ঝাড়খণ্ডে নৃশংসতা

Last Updated:

ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়েই তামিলনাড়ু ফিরে গিয়ে ফের ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রাঁচি: নিজে পেশায় কসাই৷ তামিলনাড়ুতে মাংস কাটার কাজ করত সে৷ শেষ পর্যন্ত নিজের লিভ ইন সঙ্গীকেই ধর্ষণ করে খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করে ফেলল ২৫ বছর বয়সি এক যুবক!
নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়৷ নিজের লিভ ইন সঙ্গীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে এসেছিল ওই যুবক৷ কিন্তু একটি কুকুরের মুখে মানুষের কাটা হাত দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ তার পরই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে৷
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, মৃতের নাম নরেশ ভেংরা৷ পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুতে থাকার সময় গত কয়েক বছর ধরে ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল নরেশ৷ ওই তরুণীও ঝাড়খণ্ডের খুঁটি জেলারই বাসিন্দা৷ কিন্তু কিছুদিন আগে বাড়ি ফিরে ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়েই তামিলনাড়ু ফিরে গিয়ে ফের ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করে সে৷
advertisement
advertisement
ইতিমধ্যে ওই তরুণীও নরেশকে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ গত ৮ নভেম্বর ওই তরুণীকে নিয়ে খুঁটিতে ফেরে নরেশ৷ কিন্তু বাড়িতে না গিয়ে ওই তরুণীকে নিয়ে এলাকার একটি জঙ্গল ঘেরা জায়গায় যায় সে৷ সেখানে ওই তরুণীকে অপেক্ষা করতে বলে ধারাল অস্ত্র কিনে আনে নরেশ৷ এর পর প্রথমে ওই তরুণীকে ধর্ষণ করে সে৷ তার পর ওড়না গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করে নরেশ৷ প্রমাণ লোপাট করতে তরুণীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলেই ফেলে আসে অভিযুক্ত৷ যাতে বন্য পশুরা ওই দেহাংশ খেয়ে নিতে পারে৷ এর পর নিজের বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গেই থাকছিল নরেশ৷
advertisement
যদিও নরেশের এই কীর্তি চাপা থাকেনি৷ বাড়ি ফেরার আগে ওই তরুণী তাঁর মাকে জানিয়েছিলেন তিনি নরেশের সঙ্গেই রয়েছেন৷ জঙ্গলের ভিতর থেকে তরুণীর একটি ব্যাগ পায় পুলিশ৷ তার ভিতরে তরুণীর আধার কার্ডও ছিল৷ সেই সূত্রেই তরুণীর মাকে ডেকে পাঠায় পুলিশ৷ তরুণীর জিনিসপত্র এবং দেহাংশ দেখে নিজের মেয়েকে শনাক্ত করেন তরুণীর মা৷ এর পরই অভিযুক্ত নরেশকে গ্রেফতার করা হয়৷
advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা৷ ঝাড়খণ্ডের এই ঘটনায়
অনেকেরই দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের কথা মনে পড়ছে৷ ২০২২ সালে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামে ওই তরুণীর দেহও টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে এসেছিল তাঁর লিভ ইন সঙ্গী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand horror: ধর্ষণ করে লিভ ইন সঙ্গীকে খুন, দেহ ৫০ টুকরো করে জঙ্গলে ফেলে এল কসাই! ঝাড়খণ্ডে নৃশংসতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement