Bengaluru woman murder: প্রেমিকাকে খুন, মৃতদেহের সঙ্গেই একদিন কাটাল প্রেমিক! বেঙ্গালুরুতে শিউরে ওঠা কাণ্ড

Last Updated:

ওই অ্যাপার্টমেন্টে গত ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্য অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি৷ ফলে, তরুণীর প্রেমিকই খুনি বলে একরকম নিশ্চিত পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেঙ্গালুরু: গত শনিবার বেঙ্গালুরুর একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের ভাড়া করা ঘরে নিজের প্রেমিককে নিয়ে হাসিমুখেই ঢুকতে দেখা গিয়েছিল অসমের তরুণী মায়া গগৈকে৷ সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে এই ছবি৷ তিন দিন পর, সেই অ্যাপার্টমেন্টের ঘর থেকেই উদ্ধার হল ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷
পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীর প্রেমিক আরভ হারনির হাতেই খুন হয়েছেন ওই তরুণী৷ তদন্তকারীদের আরও দাবি, হত্যার পর অন্তত একদিন প্রেমিকার মৃতদেহের সঙ্গে ওই বাড়িতেই ছিল ওই যুবক৷ সোমবার ওই তরুণীকে খুন করার পর মঙ্গলবার বেঙ্গালুরুর ইন্দিরা নগরের ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায় সে৷ ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, ভাড়া করা ওই অ্যাপার্টমেন্টের ঘরের ভিতরে কম্বল এবং বালিশের গায়েও রক্তের দাগ লেগে রয়েছে৷
advertisement
advertisement
ওই অ্যাপার্টমেন্টে গত ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্য অন্য কাউকে প্রবেশ করতে দেখা যায়নি৷ ফলে, তরুণীর প্রেমিকই খুনি বলে একরকম নিশ্চিত পুলিশ৷
জানা গিয়েছে, ওই তরুণী বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন৷ তদন্তকারীদের সন্দেহ, প্রেমিকাকে খুনের পর পরই যেহেতু তাঁর প্রেমিক ঘটনাস্থল থেকে পালায়নি, তাই দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাট করার পরিকল্পনা ওই যুবকের ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru woman murder: প্রেমিকাকে খুন, মৃতদেহের সঙ্গেই একদিন কাটাল প্রেমিক! বেঙ্গালুরুতে শিউরে ওঠা কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement