INS Vikrant: আইএনএস বিক্রান্ত কোথায়? জানতে চেয়ে ফোন এল নৌবাহিনীর দফতরে, সন্দেহ হতেই বিরাট ফন্দি ফাঁস!

Last Updated:

অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারত এবং পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছনোর পর যে কোনও পরিস্থিতির মোকাবিলায় এবং প্রতিপক্ষকে আক্রমণে তৈরি রয়েছে ভারতের নৌবাহিনীও৷

সজাগ ভারতীয় নৌবাহিনী৷
সজাগ ভারতীয় নৌবাহিনী৷
: ভারত-পাক উত্তেজনা এখনও প্রশমিত হয়নি৷ এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের অবস্থান জানতে চেয়ে কেরলের কোঝিকোড়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি৷ ধৃতের নাম মুজিব রহমান৷ তিনি কেরলের এলাথুরের বাসিন্দা৷
ভারতীয় নৌবাহিনীর করা অভিযোগের ভিত্তিতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ কী উদ্দেশ্যে তিনি আইএনএস বিক্রান্ত সংক্রান্ত তথ্য জানতে চাইছিলেন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
advertisement
অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারত এবং পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছনোর পর যে কোনও পরিস্থিতির মোকাবিলায় এবং প্রতিপক্ষকে আক্রমণে তৈরি রয়েছে ভারতের নৌবাহিনীও৷ এই পরিস্থিতিতে নিজেকে প্রধানমন্ত্রী দফতরের আধিকারিক রাঘভন হিসেবে পরিচয় দিয়ে অভিযুক্ত কোচিতে ভারতীয় নৌবাহিনীর দফতরে ফোন করেন৷ এর পর আইএনএস বিক্রান্তের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করেন অভিযুক্ত৷
advertisement
আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি প্রথম রণতরী যা যুদ্ধবিমান পরিবহণে সক্ষম৷ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইএনএস বিক্রান্তকে প্রথম জলে ভাসানো হয়৷ কোচিন শিপইয়ার্ডে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়৷ আইএনএস বিক্রান্ত-এ একসঙ্গে চল্লিশটি যুদ্ধবিমান ওঠানামা করতে পারে৷ মিসাইল ছুড়ে শত্রুপক্ষের হামলা প্রতিহত করতেও সক্ষম আইএনএস বিক্রান্ত৷
বাংলা খবর/ খবর/দেশ/
INS Vikrant: আইএনএস বিক্রান্ত কোথায়? জানতে চেয়ে ফোন এল নৌবাহিনীর দফতরে, সন্দেহ হতেই বিরাট ফন্দি ফাঁস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement