Afghanistan Rejects Pakistani Claim: আফগানিস্তানে পড়ল ভারতীয় মিসাইল? কাবুল মুখ খুলতেই ফের মুখ পুড়ল পাকিস্তানের

Last Updated:

পাকিস্তান আফগানিস্তানে ভারতীয় মিসাইল পড়ার অভিযোগ তোলার পরই ভারতের বিদেশমন্ত্রক এই দাবিকে নাকচ করে৷

News18
News18
কাবুল: পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় মিসাইল নাকি লক্ষ্যভ্রষ্ট হয়ে আফগানিস্তানে আঘাত করেছে৷ শনিবার সকালেই পাকিস্তানের এই দাবিকে সাজানো এবং হাস্যকর বলে দাবি করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক৷ এবার খোদ আফগান সরকারের মুখপাত্রই জানিয়ে দিলেন, পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ অসত্য৷ আফগানিস্তানের কোথাও কোনও মিসাইল হানা হয়নি বলেই দাবি করেছেন তিনি৷
আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি হুরিয়ত রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পাকিস্তানের এই দাবির কোনও সত্যতাই নেই৷
advertisement
পাকিস্তান আফগানিস্তানে ভারতীয় মিসাইল পড়ার অভিযোগ তোলার পরই ভারতের বিদেশমন্ত্রক এই দাবিকে নাকচ করে৷ একই সঙ্গে ভারত জানিয়ে দেয়, আফগানিস্তানের মানুষ খুব ভাল ভাবে জানেন যে তাঁদের বন্ধু কে এবং শত্রু কে৷
advertisement
ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বলেন, ‘আফগানিস্তানে ভারতীয় মিসাইল পড়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মনগড়া৷ আফগানিস্তানের মানুষ খুব ভাল ভাবে জানেন গত দেড় বছরের মধ্যেই কারা তাদের দেশের অসামরিক পরিকাঠামো এবং সাধারণ মানুষের উপরে প্রতিনিয়ত হামলা চালিয়েছে৷’
ঐতিহাসিক ভাবেই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভাল৷ ২০০১ সালে আফগানিস্তানে তালিবান সরকারের পতনের পর প্রায় ৩ বিলিয়ন ডলার খরচ করে সেদেশের পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে গড়ে তোলে৷ ২০২১ সালে তালিবানরা ক্ষমতায় ফেরার পরে আফগানিস্তানে ভারতের কূটনৈতিক উপস্থিতিতে হ্রাস টানা হলেও মানবিক দিক থেকে যাবতীয় সাহায্য এবং অনুদান বজায় রেখেছে ভারত৷
advertisement
ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বের কাছে এখন ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে৷ এ ক্ষেত্রেও নিজেদের আফগানিস্তানের রক্ষাকর্তা বলে প্রমাণ করার চেষ্টা করল পাকিস্তান৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan Rejects Pakistani Claim: আফগানিস্তানে পড়ল ভারতীয় মিসাইল? কাবুল মুখ খুলতেই ফের মুখ পুড়ল পাকিস্তানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement