India alliance meeting: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মল্লিকার্জুন খাড়গে! ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷
নয়াদিল্লি: বিজেপি-র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল৷ এরই মধ্যে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বড়সড় চমক দিলেন তৃণমূলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়৷ নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল৷ যদিও এই প্রস্তাবে রাজি হননি মল্লিকার্জুন খাড়গে নিজে৷
ইন্ডিয়া জোটের মুখ কে হবেন এবং আসন বণ্টনের ফর্মুলা কী হবে, শুরু থেকেই তা নিয়ে চর্চা চলছে৷ কারণ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী জোটের বেশ কয়েকটি শরিক দলের নেতারা নিজেদের দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন৷ বিহারে ইতিমধ্যেই নীতীশ কুমারকে পদপ্রার্থী করার দাবি তুলে পোস্টার পড়েছে৷ বাংলায় আবার তৃণমূলের অনেক নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়েছেন৷
advertisement
advertisement
তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷ তবে এ দিনের বৈঠকেও আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তবে বৈঠকের মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন মমতা৷ তাঁকে সমর্থন করেন অরবিন্দ কেজরীওয়াল৷
advertisement
বৈঠকের শেষে অবশ্য মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের জিতে আসা দরকার৷ জয়ের পরই কে প্রধানমন্ত্রী ঠিক করা যাবে৷ সংখ্যাগরিষ্ঠতাই যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে কী হবে? আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে জিততে হবে৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 6:16 PM IST