India alliance meeting: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মল্লিকার্জুন খাড়গে! ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব মমতার

Last Updated:

তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷

খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চান মমতা৷
খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চান মমতা৷
নয়াদিল্লি: বিজেপি-র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল৷ এরই মধ্যে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বড়সড় চমক দিলেন তৃণমূলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়৷ নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল৷ যদিও এই প্রস্তাবে রাজি হননি মল্লিকার্জুন খাড়গে নিজে৷
ইন্ডিয়া জোটের মুখ কে হবেন এবং আসন বণ্টনের ফর্মুলা কী হবে, শুরু থেকেই তা নিয়ে চর্চা চলছে৷ কারণ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী জোটের বেশ কয়েকটি শরিক দলের নেতারা নিজেদের দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন৷ বিহারে ইতিমধ্যেই নীতীশ কুমারকে পদপ্রার্থী করার দাবি তুলে পোস্টার পড়েছে৷ বাংলায় আবার তৃণমূলের অনেক নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়েছেন৷
advertisement
advertisement
তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷ তবে এ দিনের বৈঠকেও আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তবে বৈঠকের মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন মমতা৷ তাঁকে সমর্থন করেন অরবিন্দ কেজরীওয়াল৷
advertisement
বৈঠকের শেষে অবশ্য মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের জিতে আসা দরকার৷ জয়ের পরই কে প্রধানমন্ত্রী ঠিক করা যাবে৷ সংখ্যাগরিষ্ঠতাই যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে কী হবে? আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে জিততে হবে৷’
বাংলা খবর/ খবর/দেশ/
India alliance meeting: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মল্লিকার্জুন খাড়গে! ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement